সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে সমঅধিকার সংগঠনের কর্মসুচি
খাগড়াছড়িতে ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে সমঅধিকার সংগঠনের কর্মসুচি
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) সংশোধিত ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে মঙ্গলবার ২৭ডিসেম্বর খাগড়াছড়িতে অবস্থান ও সমাবেশের কর্মসুচি ডেকেছে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন।
সম অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এডভোকেট মালেক মিন্টু রবিবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সিএইচটি মিডিয়া খাগড়াছড়ি প্রতিনিধিকে জানান, সংশোধিত বিতর্কীত পাবর্ত্য ভূমি কমিশন আইন বাতিলের দাবীতে খাগড়াছড়িস্থ পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের প্রধান কার্যালয় সংলগ্ন সড়কে অবস্থান ও সমাবেশ করবে।
বিষয়টি নিশ্চিত করে সম অধিকার আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এডভোকেট মালেক মিন্টু জানান, কর্মসূচী সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, পার্বত্য ভূমি বিরোধ নিস্পত্তি কমিশনের ৬ষ্ঠ চেয়ারম্যান অবসর প্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আনোয়ার-উল হক আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার খাগড়াছড়ি সফরে আসার কথা রয়েছে।