মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » সড়কের উপর থেকে মেগনিশ গাছটি অপসারন জরুরী
সড়কের উপর থেকে মেগনিশ গাছটি অপসারন জরুরী
বাগেরহাট প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৩মি.) বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের ফকিরহাট আট্টাকা এলাকায় মেইন পাকা সড়কের উপর দীর্ঘদিন যাবৎ ঝড়ে উপড়ে পড়া মেগনিশ গাছটি এখনো অপসারনের উদ্যোগ দেখা যাচ্ছেনা। ফলে অত্যান্ত ঝুকির মধ্যে দিয়ে বিভিন্ন যানবাহন সহ পথচারীদের যাতায়াত করতে হচ্ছে। যে কোন মুহুর্তে বড়ধরনের দুর্ঘটনার আশংকা করছেন সচেতন মহল। সড়কের উত্তর পার্শ্বের অর্ধেকটায় পথজুড়ে আছে উপড়ে পড়া বড় মেগনিশ গাছের গোড়া থেকে কিছু অংশ। সড়কের দক্ষিণপার্শে, অবস্থা খুবই নাজুক। অনেকাংশ ফেটে পড়েছে। যে কোন মুহুর্তে ঐ স্থানটি ভেংগে পড়তে পারে। সড়কের ঝুকিপূর্ন স্থান থেকেই যানবাহন ও পথচারীদের যাতায়াত করতে হচ্ছে। এলাকাবাসী অবিলম্বে গাছটি অপসারনের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে ঝড়ে পড়া গাছের অধিকাংশ মোটা লগ গুলি রাতের আধারে চুরি হয়ে গেছে বলেও স্থানীয়রা জানিয়েছে।