মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গত একদশকে কর্মসংস্থান হয়েছে দ্বিগুনেরও বেশি
গাজীপুরে গত একদশকে কর্মসংস্থান হয়েছে দ্বিগুনেরও বেশি
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩৯মি.) গাজীপুরে গত এক দশকে কর্মসংস্থান হয়েছে দ্বিগুনেরও বেশি।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অর্থনৈতিক শুমারী ২০১৩ এর রিপোর্ট প্রকাশনা সেমিনারে এ তথ্য জানানো হয়।
গাজীপুর জেলা প্রশাসক এসএম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারো’র স্ট্যাটিসটিক্যাল স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক (যুগ্ম সচিব) ড. কাইয়ুম আরা বেগম। গাজীপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সোনিয়া আরেফিন প্রজেক্টরের মাধ্যমে শুমারির তথ্য উপস্থাপন করেন।
প্রতিবেদনে বলা হয় গাজীপুর জেলায় ২০১৩ সালে মোট ১০ লাখ ৪০ হাজার ২১৮ জনবল বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত ছিলেন। যার পরিমান ২০০১-২০০৩ সালে ছিলো ৩ লাখ ৩৩ হাজার ৬৯ জন। অর্থ্যৎ গত এক দশকে গাজীপুরে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে ২১২.৩১ শতাংশ।
গত একদশকে গাজীপুরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে মহিলাদের সংখ্যা ৯ গুনেরও বেশি হয়েছে। এছাড়া গত একদশকে মহিলা কর্মীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ গুনের বেশি। ২০০১-২০১৩ সালে মোট নারী কর্মী সংখ্যা ছিলো ৭০ হাজার ৩৭৬ জন। ২০১৩ তে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪হাজার ৯১৩ জনে।
গাজীপুর জেলায় ২০১৩ সালে মোট ১১ হাজার ৭২৫টি উৎপাদন প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৯৬০টিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা, ২ হাজার ৭৩টি প্রতিষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনা, ৫ হাজার ৩৩৬টি প্রতিষ্ঠানে টয়লেট সুবিধা এবং ২ হাজার ৬০টিতে মহিলাদের জন্য আলাদা টয়েলেট ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক শংকর শরণ সাহা, গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর হাসিবুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।