মঙ্গলবার ● ২৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » এইচএসসি ফরম পূরণ করতে না পেরে ভাংচুর
এইচএসসি ফরম পূরণ করতে না পেরে ভাংচুর
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৩৩মি.) গাজীপুরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে না পারায় শ্রেণিকক্ষ ভাংচুর ও প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
২৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মিজানুর ররহমান খাঁন মহিলা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনা ঘটায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য ওই কলেজের ৬৫ শিক্ষার্থী নিয়মানুসারে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ফরম পূরণের জন্য কলেজে যোগাযোগ করে। কলেজ কর্তৃপক্ষ মঙ্গলবারে তাদের ফরম পূরণের আশ্বাস দেয়। কিন্তু মঙ্গলবার কলেজে গিয়ে অফিস বন্ধ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের কয়েকটি শ্রেণিকক্ষ ভাংচুর করে। পরে কলেজের সামনের আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধের পর বিকেল ৩টার দিকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজাসহ প্রশাসনের কর্মকর্তারা গিয়ে ফরম পূরনের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয় বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান।