বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » অপেক্ষার অবসান হচ্ছে কিছুক্ষন পর
অপেক্ষার অবসান হচ্ছে কিছুক্ষন পর
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.০৩মি.) আর মাত্র আড়াই ঘন্টা পর অপেক্ষার হবে অবসান, জানা যাবে কে হবেন সিলেট বিভাগের চার জেলার চেয়্যারম্যান। ৪ জেলায় সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য।
সিলেট বিভাগের ৪ জেলায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ ভোট গ্রহণ করা হবে। হবিগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডাঃ মুশফিকুর রহমান চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
৪ জেলায় সাধারণ সদস্য পদে ৩৪০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৬০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিভাগে ৪ হাজার ৭শ’ ৯১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, সিলেট জেলায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এ জেলায় সব মিলিয়ে ১ হাজার ৪শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সিলেট জেলায় ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত রয়েছে।
তবে, এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হবে।
সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। তারা হলেন-আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যক্ষ ড. এনামুল হক সরদার (কাপ পিরিচ), জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটর সাইকেল)।
এই জেলায় ১নং ওয়ার্ড ছাড়া সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহন সকাল ৯টা থেকে শুরু হয়ে এখন বেলা সাড়ে এগারটা পর্যন্ত সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে চলছে, ভোটাররা উৎসাহ উদ্দীপনার মাধ্যে দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।