বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে আহত ১
গাজীপুরে কারখানায় অগ্নিকাণ্ডে আহত ১
গাজীপুর জেলা প্রতিনিধি :: ( গাজীপুর সদর উপজেলার বুকরান মনিপুর এলাকায় ২৭ ডিসেম্বর মঙ্গলবার মধ্যরাতে গিভেন্সী গ্রুপের হোতাপাড়া রি-সাইক্লিং প্ল্যান্ট-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার আগুন নেভাতে গিয়ে কারখানার কর্মী মোঃ নাঈম (২৬) নামের এক অপারেটর আহত হয়েছেন। গাজীপুরের শ্রীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভান।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, ঝুট থেকে তুলা তৈরি করার সময় মেশিন গরম হয়ে হোতাপাড়া রি-সাইক্লিং প্ল্যান্ট-এ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত তুলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভান। আগুনে তুলা ও কিছু মেশিনারিজ পুড়ে প্রায় ১৫-২০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গিভেন্সী গ্রুপের শ্রমকর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে কাজ চলাকালে এক তলা বিশিষ্ট শেডে থাকা রি-সাইক্লিং প্ল্যান্টে আগুন ধরে যায়। পরে দমকল অফিসে খবর দিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় কারখানার লোকেরা আগুন নেভানোর চেষ্টা চালায়। এসময় কারখানার নিটিং অপারেটর মোঃ নাঈম আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আগুনে ৭টি মেশিন, তুলা, ক্যাবল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিক নির্ণয় করা সম্ভব হয়নি।