বুধবার ● ২৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » লংগদু’তে শিশু নির্যাতন : মূমূর্ষ অবস্থায় শিশু হাসপাতালে
লংগদু’তে শিশু নির্যাতন : মূমূর্ষ অবস্থায় শিশু হাসপাতালে
লংগদু প্রতিনিধি :: (১৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৫মি.) রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় গরু ফসল নষ্ট করাকে কেন্দ্র করে মনি আক্তার ( ১০ ) নামের এক শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ ই ডিসেম্বর রবিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে সবজি ক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২৩ ডিসেম্বর শুক্রবার শিশু মনি আক্তারদের পাশের বাড়ির মাইন উদ্দিনের ফসল নষ্ট করেছে অভিযোগ করে মনি আক্তারের মায়ের সাথে মাইন উদ্দিন ও তার স্ত্রী শিউলী বেগমের ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে মাইন উদ্দিন ও তার স্ত্রী শিউলী বেগম মনি আক্তারের মা আমেনা বেগমকে ঘর থেকে টেনে মাইন উদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মনি আক্তার মায়ের আর্তনাদ দেখে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে মাইন উদ্দিন শিশু মনি আক্তারকে চর-থাপ্পর মারে ও আমেনা বেগমকে টানতে থাকে। মার খেয়েও যখন মনি আক্তার পায়ে ধরে বাধা সৃষ্টি করে তখন মাইন উদ্দিন জোরে মনি আক্তারের পেটে লাঁথি মারতে থাকে। লাঁথি খেয়ে মনি আক্তার সাথে সাথে চিৎকার করে মাটিতে অজ্ঞাত হয়ে পরে যায়। কিছুক্ষনের মধ্যে জ্ঞান ফিরলেও অবস্থার অবনতি দেখে তাকে মূমূর্ষ অবস্থায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, বিগত বছর গুলোতেও মাইন উদ্দিনের পরিবার মনি আক্তারের মাকে মারধর করেছে । যার বিচার প্রার্থনা করলে স্থানীয় ভাবে ২/৩ বার অঙ্গিকারনামা দিয়ে ক্ষমা চান মাইন উদ্দিনের পরিবার।
আহত মনি আক্তারের বাড়ি ভাসান্যাদম ইউনিয়নের ১০ নং রাঙ্গাপানিছড়া নামক এলাকায় । তার বাবার নাম মো. সেলিম। মনি আক্তার ১০ নং রাঙ্গাপানিছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।