বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলেন যারা
হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলেন যারা
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচন নবীগঞ্জ উপজেলায় সুষ্টু ও শান্তিপূর্ণভাবে ২৮ ডিসেম্বর বুধবার সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলার মোট তিনটি ভোট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।
কেন্দ্রগুলো হচ্ছে ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়,হীরা মিয়া গার্লস হাই স্কুল ও গোপলার বাজার উচ্চ বিদ্যালয়। সদস্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ৪নং ওয়ার্ডে আব্দুল মতিন(আছাব) হাতী মার্কা প্রতীক নিয়ে তিনি ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল চৌধূরী(ফ্যান) পেয়েছেন ১৮ভোট। এই ওয়ার্ডে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৫নং ওয়ার্ডে আব্দুল মালিক তালা প্রতীক নিয়ে ২৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিপন আহমেদ পেয়েছে ২৪ ভোট।
উক্ত ওয়ার্ডে ৩জন প্রার্থী অংশ গ্রহণ করেন। ৬ নংওয়ার্ডে এডভোকেট সুলতান মাহমুদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রদিদ্বন্দ্বি আবুল খায়ের গোলাপ পেয়েছেন ১৬ ভোট।
সদস্য পদে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত সদস্য পদে শিরিন আক্তার হরিণ প্রতীক নিয়ে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি যুক্তরাজ্য প্রবাসী তরুনা বাহার হোসাইন কলি পেয়েছেন ৩৭ ভোট।
এছাড়া ৭নং ওয়ার্ডে আলাউর রহমান সাহেদ ৮নং ওয়ার্ডে নূরুল আমিন ওসমান, ৯নং ওয়ার্ডে আব্দুল মুকিত, ১০নং ওয়ার্ডে আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ১১নং ওয়ার্ডে মোর্শেদ কামাল, ১৪নং ওয়ার্ডে সৈয়দ শামীম, ১৫নং ওয়ার্ডে মহিউদ্দিন কামাল।
এখানে ১২নং ওয়ার্ডে আদালতে মামলা থাকায় একটি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
১৩নং ওয়ার্ডে মামুনুর রশিদ ও ফরিদ আহমেদ তালুকদার ২৫টি করে ভোট পেয়েছেন। ফলে এ ওয়ার্ডে কাউকেই বিজয়ী ঘোষণা করা হয়নি।
সংরক্ষিত আসনে বিজয়ীরা হলেন (সংরক্ষিত-১) রওশন আরা আক্তার ভূইয়া লাকী, (সংরক্ষিত-২) শিরিন আক্তার, (সংরক্ষিত-৩) আলেয়া বেগম, (সংরক্ষিত-৪) সালেহা বেগম ও (সংরক্ষিত-৫) ফাতেমাতুজ্জহুরা রীনা।
এ জেলায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী।
এদিকে চেয়ারম্যান পদে কোন প্রার্থী না থাকায় আগেই জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ।
নবীগঞ্জের নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রোকন উদ্দিন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, এ এসপি সার্কেল মো. রাসেল,হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ফজলুর রহমান, ওভারসীজ সাংবাদিক মো. আশরাফ উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু সাঈম,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মো. সেলিম তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সরওয়ার শিকদার, সাংবাদিক এম এ মুহিত, ক্রীড়া সম্পাদক এটি এম জাকিরুল ইসলামও অফিস সম্পাদক মতিউর রহমান মুন্না প্রমূখ।