বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ৫সদস্য নির্বাচিত
বাগেরহাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও ৫সদস্য নির্বাচিত
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাট জেলা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু নির্বাচিত হওয়ায় শুধু সদস্য পদপ্রার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সদস্যদের মধ্যেও একক প্রার্থী থাকায় তিন জনসাধারণ এবং দুইজন সংরক্ষিত নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
ফলে সাধারণ সদস্য পদে বিজয়ের জন্য ১৩টি ওয়ার্ডে ৩৫ জন এবং দুইটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ছয় প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
১নম্বর ওয়ার্ডে তাজউদ্দিন আহমেদ পিকিং ও মঞ্জুর মোল্লা ৩১টি করে ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ফলাফল ঘোষণা করা হয়নি। তবে রাতে এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক ২৮ ডিসেম্বর বুধবার রাতে ফলাফল নিশ্চিত করেন।
সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন ২নম্বর (চিতলমারী) ওয়ার্ডে এমএম ওলিউজ্জামানা, ৩ নম্বর (চিতলমারী) ওয়ার্ডে মো. মোহন আলী বিশ্বাস, ৪ নম্বর (ফকিরহাট) ওয়ার্ডে শেখ আব্দুর রাজ্জাক (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), ৫ নম্বর (ফকিরহাট) ওয়ার্ডে মল্লিক আবুল কালাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৬ নম্বর (বাগেরহাটসদর) ওয়ার্ডে কাজী জাহিদ সারোয়ার, ৭ নম্বর (সদর) ওয়ার্ডে মো. ইব্রাহিম মোল্লা, ৮ নম্বর (রামপাল) ওয়ার্ডে অসিত বরন কুন্ডু, ৯ নম্বর (রামপাল) ওয়ার্ডে মুক্তিযোদ্ধা অতীন্দ্র নাথ হালদার, ১০ নম্বর (মংলা) ওয়ার্ডে শেখ আব্দুর রহমান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১১ নম্বর (কচুয়া) ওয়ার্ডে শেখ মনিরুজ্জামান, ১২ নম্বর (মোরেলগঞ্জ) ওয়ার্ডে মো. কামাল হোসেন, ১৩ নম্বর (মোরেলগঞ্জ) ওয়ার্ডে কেএম নাসির উদ্দিন, ১৪ নম্বর (মোরেলগঞ্জ) ওয়ার্ডে মো. শাহবুদ্দিন তালুকদার এবং ১৫ নম্বর (শরণখোলা) ওয়ার্ডে মো. মহিম আকন।
সংরক্ষিত নারী সদস্যরা হলেন ২ নম্বর ওয়ার্ডে (ফকিরহাট-বাগেরহাটসদর) অঞ্জলী রানী দাস (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ৩ নম্বর ওয়ার্ডে (কচুয়া-সদর-রামপাল) শরীফা খানম, ৪ নম্বর ওয়ার্ডে (মংলা-কচুয়া-মোরেলগঞ্জ) মোছা. আফরোজা আখতার (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) ও ৫ নম্বর (মোরেলগঞ্জ-শরণখোলা) মাছুদা আক্তার মুক্তা।