বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক হরি কিশোর চাকমা’র শয্যাপাশে প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ
সাংবাদিক হরি কিশোর চাকমা’র শয্যাপাশে প্রবীন সাংবাদিক একেএম মকছুদ আহমেদ
সুগত চাকমা, ষ্টাফ রিপোর্টার :: (১৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.০০মি.) সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শয্যাশায়ী সাংবাদিক হরি কিশোর চাকমা’কে দেখতে গেছেন রাঙামাটি পার্বত্য জেলার রাঙামাটি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ।
২৯ ডিসেম্বর বৃহষ্পতিবার সকালে তার হ্যাচারী এলাকার বাড়ীতে সাংবাদিক হরি কিশোর চাকমাকে দেখতে তিনি রাঙামাটি অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে সাথে নিয়ে যান। সাংবাদিক নেতৃবৃন্দকে দেখে অসুস্থ সাংবাদিক হরিকিশোর চাকমা কান্নায় ভেঙে পড়েন।
একেএম মকছুদ আহমেদ ও সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিক হরি কিশোর চাকমা’র স্বাস্থ্যর খবরাখবর নেন। সাংবাদিক নেতৃবৃন্দ হরি কিশোর চাকমা’র মানসিক অবস্থা দৃঢ় করার জন্য তার পিতা মাতা ও পারিবারের সদস্যদের অনুরোধ জানান।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ হরি কিশোর চাকমার সুস্বাস্থ্য ও দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের আশির্বাদ কামনা করেন।
এসময় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, জুরাছড়ি উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সত্যপ্রিয় চাকমা ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ষ্টাফ রিপোর্টার খোরশেদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৭অক্টোবর ২০১৬ তারিখে মোটর সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে রাঙামাটি ভেদভেদী এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট এর সামনে তার মোটর সাইকেলটি দুর্ঘটনায় পতিত হয়। প্রায় দুই মাস ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২৭ ডিসেম্বর মঙ্গলবার সাংবাদিক হরি কিশোর চাকমাকে হ্যাচারী এলাকায় তার নিজ বাড়ীতে নিয়ে আসা হয়।