বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেতাগীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অত্যান্ত জরুরী
বেতাগীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অত্যান্ত জরুরী
মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১২মি.) বরগুনা জেলার বেতাগী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অত্যান্ত জরুরী ভাবে প্রয়োজন । অগ্নি নির্বাপক ষ্টেশন না থাকায় প্রতিবছর আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় জনগনের কোটি কোটি টাকার সম্পদ আগুনে ভস্মিভুত হচ্ছে। উপজেলা শহরে একটি ফায়ার
সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অভাবে উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাটবাজার গুলোতে দোকান-পাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। ভয়াবহ অগ্নিকান্ডের কবল থেকে সহায় সম্পদ রক্ষার কোন বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিবছরই আগুন জ্বলে মানুষের কোটি কোটি টাকার সম্পদ ভস্মিভুত হয়ে অপুরণীয় ক্ষতি হচ্ছে।
উপজেলার ৭টি ইউনিয়ন ১টি পৌরসভার নতুনবাজার, কলেজপাড়া, মুসলিম পাড়া, শাপলা চত্বর, সিনেমা হল চত্বর, পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন ও ফার্নিস অয়েলের বেশ কয়েকটি অস্থায়ী মজুদাগার ও বিক্রয় কেন্দ্র রয়েছে।
এছাড়া উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন, ব্যাংক-বীমা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী আবাসিক এলাকাসহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নৌ ও সড়কপথে যানবাহনে প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ এবং মালামাল খলাস করার সময় দূর্ঘটনার ঝুঁকি রয়েছে। পুর্নাঙ্গ উপজেলা ঘোষণার ৩৪ বছর এবং পৌরসভার ১৭ বছর পেরিয়ে গেলেও এখানে আধুনিক মানের কোন ফায়ার স্টেশন স্থাপন করা হয়নি।
ফলে বেতাগীর সব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে রয়েছে। উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাট বাজারগুলোর কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ৪০ কিলোমিটার দুরত্বে জেলা শহর বরগুনা থেকে ফায়ার সার্ভিসের ওপর ভরসা করতে হয়। জেলা শহর থেকে দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে পৌছতে পৌছতে সবকিছু আগুনে পুড়ে শেষ হয়ে যায়।
গত কয়েক বছরে শুস্ক মৌসুমে উপজেলা শহরের হাসপাতাল এলাকা, পুরাতন থানা এলাকা, চান্দখালী বাজার, কাজির হাট বাজার, ফুলতলা বাজার, আনোর জলিশা, মায়ার হাটসহ বিভিন্ন জায়গায় ২০-৩০টি বাড়ি-ঘরসহ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শতাধিক দোকান-পাট পুড়ে ব্যবসায়ী ও ভবন মালিকদের অপুরণীয় ক্ষতি হয়েছে। উপজেলা শহরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থাকলে হয়তো এ ক্ষয়-ক্ষতির হাত থেকে সম্পদ রক্ষা করা সম্ভব ছিল বলে ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি।
এ ব্যাপারে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান কবির সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এই গুরুত্বপূর্ণ স্থানে জরুরী ভিত্তিতে আধুনিক মানের একটি রোডস আ্যন্ড রিভার্স ফায়ার সার্ভিস স্টেশন থাকা দরকার। দীর্ঘদিনেও তা স্থাপন না করায় এখানকার এসব গুরুত্বপূর্র্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে বলে তিনি জানান।