বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে পিইসিইতে মেয়েরা এগিয়ে
মোরেলগঞ্জে পিইসিইতে মেয়েরা এগিয়ে
বাগেরহাট প্রতিনিধি :: (১৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসিই) ছেলেদের চেয়ে মেয়েরা এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছেলে মেয়েরা সমানে সমান।
চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মোরেলগঞ্জ উপজেলা থেকে ৪ হাজার ৯ শ’ ৩৫ জন ছাত্র ও ৫ হাজার ৭ শ’ ৩১ জন ছাত্রী অংশ গ্রহন করেন।
এর মধ্যে ১৮৭ জন ছাত্রী ও ১১০ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ছাত্র ৯৮.৯৪% ও ছাত্রী ৯৯.৩১ %।
অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোরেলগঞ্জে থেকে ১১ শ’ ৫৭ জন ছাত্র ও ৭১৬ জন ছাত্রী অংশগ্রহন করে।
এর মধ্যে ৮ জন ছাত্র ও ৮ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ছেলে ৮৮.৯১% ও ছাত্রী ৯৩.৮০%।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করেন।
এ উপজেলা শিক্ষা অফিসার মো.আনিছুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাকিম বিল্লাহ, সুবির কুমার ঘোষ, ওমর ফারুক ও প্রকাশ চন্দ্র মন্ডল, মোরেলগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাওলাদার এনছান উদ্দিন, সাধারণ সম্পাদক তালুকদার ওমর ফারুকসহ উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।