শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ৬৩ বছর বয়সে জিপিএ-৩ পেয়ে বাছিরন নেছার স্বপ্ন পুরন
৬৩ বছর বয়সে জিপিএ-৩ পেয়ে বাছিরন নেছার স্বপ্ন পুরন
মেহের আলী বাচ্চু, মেহেরপুর প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.১৩মি.) ৬৫ বছর বয়সী সেই বাসিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৩ পেয়ে পাস করেছেন।
বাসিরন নেছার কৃতীত্বপূর্ণ ফল অর্জন করায় জাতীয় সংসদের সংরক্ষিত সদস্য সেলিনা আক্তার বানু অভিনন্দন জানিয়েছেন। ফল প্রকাশের পর এমপি সেলিনা আক্তার বানু দুপুর ২টার দিকে বাসিরন নেছার হোগলবাড়িয়া মাঠপাড়ার বাড়িতে গিয়ে মিষ্টি খাওয়ান।
এ সময় বাসিরন নেছার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনারকলি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আহসানুল্লাহ মহনসহ এলাকার বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
বাসিরন নেছা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমার জীবনের স্বপ্ন ছিল লেখা পড়া শেখা। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার করতে পেরেছি। এখন আমি হাইস্কুলে যাওয়ার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। আমি হাইস্কুলে যাবো এ কথা ভাবতেই আনন্দে মাতোয়ারা হচ্ছি।’
এ সময় এমপি সেলিনা আক্তার বানু বলেন, ‘বাসিরনের এই বয়সে লেখাপড়া সমাজের সকলকে অনুপ্রাণিত করেছে। আমি বাসিরন নেছার লেখাপড়া নিয়ে গর্ব করি।
এদিকে বাসিরন নেছা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কৃতকার্য হওয়ায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দীন ও সহকারী শিক্ষিকা আনারকলি বলেন, আমরা গর্বিত শিক্ষক। কারণ বাসিরন নেছার মত একজন শিক্ষার্থীর লেখাপড়া শেখার স্বপ্ন পূরণ করতে পেরেছি।
গাংনী উপজেলার হোগলবাড়িয়া মাঠপাড়া এলাকার মৃত রহিল উদ্দীনের স্ত্রী তিন সন্তানের জননী বাসিরন নেছা হোলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়েছিলেন।