শুক্রবার ● ৩০ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২জন নিহত
গাজীপুরে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে ২জন নিহত
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ পৌষ ১৪২৩ কাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১১মি.) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শিমুলীয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ও গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার দুপুরে শিমুলীয়া এলাকা থেকে রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম বৃদ্ধের লাশটি উদ্ধার করেন।
নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৫০ বছর। চুল ও দাড়ি কাঁচা-পাকা। পরনে কালো রঙের প্যান্ট ও সাদা রঙের শার্ট রয়েছে।
রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আনোয়ারুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের পূবাইল ও আড়িখোলা রেল স্টেশনের মাঝখানে শিমুলীয়ায় সকালে অজ্ঞাত ওই বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, বৃদ্ধের দেহের বিভিন্ন অংশ কাটা। ভোরে অজ্ঞাত কোনো ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ধীরাশ্রম এলাকা থেকে জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ি এএসআই মো. দাদন মিয়া যুবকের লাশটি উদ্ধার করেছে।
নিহত যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে কালো জিন্স প্যান্ট রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ি এএসআই মো. দাদন মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঢাকা- ময়মনসিংহ রেল রুটের ধীরাশ্রম এলাকায় সকালে অজ্ঞাত ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। যুবকের দেহের বিভিন্ন অংশ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোরে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।