শনিবার ● ৩১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে রাত ৮টার পর সিএনজি চালকদের যাত্রীদের কাছ থেকে দিগুণ ভাড়া আদায়ের অভিযোগ
নবীগঞ্জে রাত ৮টার পর সিএনজি চালকদের যাত্রীদের কাছ থেকে দিগুণ ভাড়া আদায়ের অভিযোগ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার বিভিন্ন রোডে রাত একটু গভীর হলেই সিএনজি (অটোরিকশা) চালকদের শুরু হয় কারসাজি, যাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়ার আদায় করার অভিযোগ রয়েছে পাওয়া গেছে ।
হয়রানীর ম্বীকার যাত্রীসূত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার শহর থেকে শুরু করে আঞ্চলিক এলাকা জুড়ে সিএনজি (অটোরিকশা) চালকরা যাত্রীদের বিভিন্ন চাপের মুখে ফেলে অতিরিক্ত ভাড়া আদায়ের নানা কৌশল অব্যহত রেখেছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গুরুত¦পূর্ণ কাজে যাতায়াত কালে স্টেশনে একত্রিত হলে যাত্রীরা একে-অন্যের সঙ্গে আলাপ আলোচনায় এসব হয়রানি ও ভোগান্তিমূলক তথ্য পাওয়া হয়। প্রতিদিন সন্ধ্যার পর রাত ৮ টার পর হলেই উপজেলার এসব সড়কের সিএনজির চালকরা যাত্রীদের সাথে বিভিন্ন তাল বাহানা করে বিভিন্ন অজুহাত দেখিয়ে অবৈধ পথ অবলম্বন করে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা চুকিয়ে গন্তব্যস্থানে পৌছে দেয়। নবীগঞ্জ রুদ্রগ্রাম রোডের যাত্রীদের সাথে কথা বললে মিজানুর রহমান নামের এক যাত্রী জানান, আমি নবীগঞ্জ থেকে আইনগাঁও যাবো রাত মাত্র ৮টা হয়েছে কিন্তু চালকরা নির্দিষ্ট ভাড়া ২৫ টাকার স্থলে ৩৫-৪০ টাকা দাবী করছে ।
এ সময় করিম নামের এক সিএনজি চালক বলছে রাত হলেই এই সড়কে এই রকম ভাড়া আমরা নিয়ে থাকি।
এছাড়া নবীগঞ্জ-রুদ্রগ্রাম-সড়ক,নবীগঞ্জ-আউশকান্দি সড়ক এবং ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি-দেবপাড়া এশিয়ান হাইওয়ে এলাকাসহ উপজেলার অন্যান্য সড়কে যাত্রীদের যাতয়াতের সময় বেকায়দায় পরাকালে এই ধরনের ভোগান্তির তথ্য বের হয়ে আসে।
এই অনাকাঙ্খিত অপ্রত্যাশিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গন্যমান্য ব্যক্তিরা কিছু কিছু জায়গায় প্রতিবাদ করলে চালকরা তোয়াক্কা না করে তাদের অনিয়ম অব্যহত রেখেছে। উল্লেখ্য সরকার সারাদেশে মহা-সড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধের আইন জাতীয় সংসদে পাশ করলেও এর পরিপূর্ণ কার্যকরিতা পরিলক্ষিত হয়নি ।