রবিবার ● ১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গাকে পরিছন্ন শহর গঠনের উদ্যেগ গ্রহন করলেন
মাটিরাঙ্গাকে পরিছন্ন শহর গঠনের উদ্যেগ গ্রহন করলেন
মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যেগে ও মাটিরাঙ্গা পৌর কর্তৃপক্ষের সহযোগিতায়,মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ীদের সর্বাধিক উপস্থিতে পরিছন্ন শহর নির্মাণে প্রতীক-ই পরিস্কার পরিছন্ন অভিযান পরিচালনা করা হয়েছে।
১ নভেম্বর সকাল ১০টার দিকে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম মশিউর রহমান মাটিরাঙ্গা বাজারের বেগম ট্রেডার্স এলাকায় সর্বপ্রথম পরিত্যাক্ত কাগজ কুড়িয়ে তা বেলছা দিয়ে নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলে পরিছন্ন অভিযানের সুচনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে বাসযোগ্য,সুন্দর,পরিছন্ন পরিবেশ তৈরি ও নির্দিষ্ট স্থানে প্রতিদিনের বৈর্জ্য ফেলতে শহরবাসীকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যেগ নেয়া হয়েছে। ব্যতিক্রমী এমন উদ্যেগের বিষয়ে উপজেল নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান জানান,মাটিরাঙ্গা বাসীর সহযোগীতা পেলে মাটিরাঙ্গা বাজারের উন্নয়নে ও মাটিরাঙ্গা বাজারকে পরিকল্পিত ভাবে এগিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন ধরনের সহায়তা দেয়া হবে। এ শহর আপনাদের,এর সৌন্দর্য্য রক্ষা করা আপনাদের দায়িত্ব,তাই নিজে সচেতন হউন আপনার পাশের ব্যবসায়ীকে সচেতন করুন উল্লেখ করে তিনি আবর্জনা মুক্ত শহর নির্মাণে সকল বাজার ব্যবসায়ীদের যেখানে সেখানে বৈর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বৈর্জ্য ফেলার জন্য আহবান জানান।
এ সময় মাটিরাঙ্গা এসিল্যান্ড মো: ইমরুল কায়েস,মাটিরাঙ্গা পৌর মেয়র আবু ইউসুফ চৌধুরী,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শাহদাত হোসেন টিটু,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,পৌর আওয়ামীলীগ সভাপতি হারুনুর রশিদ ফরাজী,মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা দুপক কমিটির সভাপতি মো: আ: রহিম,কাউন্সিলর আলা উদ্দিন লিটন,মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক আবুল হাশেম ভূইয়াসহ সর্বস্তরের সাধারণ মানুষ পরিস্কার পরিছন্ন অভিযানে অংশ গ্রহন করেন।
এ ছাড়াও মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা ও সামাজিক সংগঠনের মধ্যে মাটিরাঙ্গা বন্ধু জুনিয়র,মাটিরাঙ্গা রেড ক্রিসেন্ট সোসাইটি মাটিরাঙ্গা ইউনিট,এস আই মো: ইসমাইল হোসেন‘র নেতৃত্বে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল অংশ গ্রহন করেন।
আপলোড : ১ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩০ মিঃ