রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেতাগীতে পাঠ্য বই বিতারণ উৎসব ২০১৭ পালিত
বেতাগীতে পাঠ্য বই বিতারণ উৎসব ২০১৭ পালিত
মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.০০মি.) সারাদেশের ন্যায় আজ রবিবার, ১লা জানুয়ারি ২০১৭ বরগুনার বেতাগী উপজেলায় উৎসাহ প্রেরনামায় ও মুখর পরিবেশে পালিত হয় নতুন দিনের নতুন উৎসব বই বিতারন কর্মসূচি উৎসব।
এরই ধারাবাহিকতায় রবিবার সকাল ১১ ঘটিকায়, বেতাগী উপজেলা অডিটিরিয়ামে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে, বেতাগী উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে এবং বেতাগী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লুৎফর রহমান স্বপনের উপস্হাপনায় ১লা জানুয়ারি ২০১৭ পাঠ্য বই বিতারন উৎসব।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান কবির।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেতাগী পৌর সভার প্যানেল মেয়র মো. হাদিছুর রহমান পান্না।
এসময় পাঠ্য বই বিতারন উৎসব ২০১৭ উপলক্ষে নতুন পাঠ্য বইয়ের আনন্দ ভাগা ভাগি করে নিতে বেতাগী উপজেলার প্রায় অর্ধশতাধিক প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদরাসার প্রধান শিক্ষক-শিক্ষিকা, কচি-কাঁচা ছাত্র-ছাত্রী মিলিত হয় উপজেলা অডিটিরিয়ামে।
পাঠ্য বই বিতারন অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল রাজ্জাক, বেতাগী উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান আব্দুস ছোবাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল ছালাম ও একাডেমি সুপার ভাইসার এসএম মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম অাহমেদ ও সাধারন সম্পাদক অাব্দুল মন্নান প্রমূখ।
অনুষ্ঠানে শেষে স্কুল ও মদারাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।