রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসব
মেহেরপুরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উৎসব
মেহের আলী বাচ্চু মেহেরপুর প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩১মি.) মেহেরপুরে সকল সরকারি-বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম দিনে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই প্রদান করা হয়েছে। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে উদ্বেধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন এমপি।
১ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৯ টার সময় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক আবুল হামিদের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক কাজী আনিছুজ্জামান, শরিফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিৎ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
অপর দিকে গাংনী মুজিবনগর উপজেলায় নতুন বই প্রদান করা হয়েছে।