রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান
রাঙামাটিতে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান
ষ্টাফ রিপোর্টার :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.১০মি.) মানসম্মত শিক্ষা লাভ করে বর্তমান প্রজন্ম যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেদিকে সুনজর রাখতে শিক্ষক অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
দেশে জঙ্গীবাদের উত্থান প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ যাতে মাথাচারা দিতে না পারে সে দিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সবক্ষেত্রে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী ঐক্য গড়ে তুলতে তিনি গুরুত্বারোপ করেন।
১ জানুয়ারি রবিবার সারা দেশের ন্যয় রাঙামাটিতেও বছরের প্রথম দিন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিলেন চেয়ারম্যান একথা বলেন।
সকালে শহরের নিউ রাঙামাটি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা, নিউ রাঙামাটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান মহসিন রানা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরপর শহীদ আবদুল আলী একাডেমীতে জেলা শিক্ষা কর্মকর্তা হারুনূর রশিদ, প্রধান শিক্ষক নজরুর ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে বনরুপা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন চেয়ারম্যান এ সময় অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল রহমান, স্কুলের প্রধান শিক্ষক অর্চনা চাকমা উপস্থিত ছিলেন।
পরে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।
চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বিশ্বের কাছে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই আজ নতুন বছরের শুরুতেই তাঁর সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাথীদের মাঝে নতুন বই হাতে তুলে দিয়েছে।
তিনি এ বছর থেকে পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকমা, মারমা ও ত্রিপুরা তিন সম্প্রদায়ের শিশুদের হাতে প্রাক-প্রাথমিক পর্যায়ের নিজস্ব মার্তৃভাষার বই তুলে দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এতে করে পাহাড়ের শিশুরা স্কুলে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা সহজ ও স্বচ্ছন্দবোধ করবে।
তিনি শিশুদেরকে শিক্ষা দানের ক্ষেত্রে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ এবারে রাঙামাটির ১০টি উপজেলার ১ম থেকে ৫ম শ্রেণীর মোট ১লক্ষ ৩হাজার ৮শত ৮৯জন শিক্ষার্থীর মাঝে ৪লক্ষ ৯৮হাজার ৭শত ৮৯টি বই ও প্রাক-প্রাথমিক পর্যায়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চাকমা, মারমা ও ত্রিপুরা তিন সম্প্রদায়ের শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় ১২হাজার ৮শত ৩১টি অনুশীলন খাতা বিতরণ করা হয়।