রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে নতুন বছরের প্রথম দিনে বই বিতরন
কাউখালীতে নতুন বছরের প্রথম দিনে বই বিতরন
কাউখালী প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) কাউখালী উপজেলায় বছরের প্রথম দিনে বই বিতরন করা হয়। ১ জানুয়ারি রবিবার নতুন বছর ২০১৭ উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে সরকারের নির্ধারীত তারিখ অনুযায়ী বিনা মুল্যে বই তুলে দেওয়া হয়।
বই বিতরন উপলক্ষে কাউখালী উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা সদরস্থ পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, পোয়াপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে বিনা মুল্যে পাঠ্য পুস্তুক বিতরন পুর্বে এক আলোচনা সভা আ’লীগ কাউখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী (ডুমং),মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা (কৃপা), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিণয় চাকমা, কলমপতি ইউপি চেয়ারম্যন ক্যাজাই মারমা,পোয়া পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুনাময় চাকমা, একাডেমিক সুপার ভাইজার এয়ার মোহাম্মদ ও পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমেরেন্দ্র রোয়াজা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সংরক্ষিত মহিলা সদস্য নিংবাইউ মারমা,আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন, ঘাগড়া ইউপি সাবেক চেয়ারম্যান থুইমং মারমা, পোয়াপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসুইচিং মারমা, পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য স্বপন দাশ,সজল চাকমা, বিলকিস আক্তার,রফিক মেম্বার, সাংবাদিক মো. ওমর ফারুক, যুবলীগ নেতা মো. নাজিম উদ্দিন,আব্দুল কাদের,মোঃ নজরুল ইসলাম,মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক সহ উভয় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও সদস্যাবৃন্দ সহ এলাকার লোকজন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হাতে সরকারের বিনামুল্যের নতুন বই তুলে দেওয়া হয়।
একই সাথে একই দিনে উপজেলা সদরস্থ বালিকা উচ্চ বিদ্যালয়, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাউখালী বেতছড়ি ছিদ্দিক-ই-আকবর (রাঃ) দাখিল মাদ্রাসা, বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় সহ উপজেলার মোট সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭৩টি, এন জিও প্রাথমিক বিদ্যালয় ২টি, মাধ্যমিক বিদ্যালয় ১৬টি, মাদ্রাসা ৩টিতে সরকার কর্তৃক নির্ধারিত কর্মসুচি অনুযায়ী প্রথম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রীদের মাঝে বিনামুল্যে বই বিতরন করা হয়।