রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে বই উৎসবে উত্তেজিত মুসল্লির হামলা
সিলেটে বই উৎসবে উত্তেজিত মুসল্লির হামলা
সিলেট প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৭মি.) নামাজের সময় বই উৎসবের মাইক বাজানোয় উত্তেজিত হয়ে স্কুলে হামলা করেছেন মুসল্লীরা।
১ জানুয়ারি রবিবার দুপুর পৌনে দুইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে স্থাপিত মঞ্চে হামলা চালিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ জেদান আল মুসা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকাল থেকেই চলা পাঠ্যপুস্তক উৎসবের অনুষ্ঠান দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়ে যায়। তবে এরপরেও কে বা কারা মাইক বাজাচ্ছিলেন।
তখন পাশ্ববর্তী কালেক্টরেট মসজিদে জুহরের নামাজ চলছিল। নামাজ শেষে ২০-২৫ জনের একদল উত্তেজিত মুসল্লী স্কুলে এসে হামলা চালান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুর আহমদ চৌধুরী জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিদ্যালয়ের বই উৎসবের অনুষ্ঠান শুরু হয়। বেলা ১২টা ২০ মিনিটে অনুষ্ঠান শেষ হয়।
এতে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়।
অতিথিরা চলে যাবার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চে গান করছিল। যোহরের নামাজশেষে কয়েকজন মুসল্লী হামলা চালিয়ে অনুষ্ঠানের কয়েকটি চেয়ার
ভাংচুর করেন।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেগুপ্তা কানিজ আক্তার এসএমপি’র কোতয়ালী থানায় একটি জিডি করেছেন।