রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কিশোরগঞ্জ » গাজীপুরে বিনামূল্যে বই বিতরণ উৎসব
গাজীপুরে বিনামূল্যে বই বিতরণ উৎসব
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৯মি.) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গাজীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরনের মাধ্যমে উদযাপিত হল বই উৎসব। এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।
১ জানুয়ারি রবিবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম জেলা শহরের ঐতিহ্যবাহী রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দেন। এসময় জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইফতেখার আহমেদ চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন, সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলো।
অপরদিকে দিবসটি উপলক্ষে রবিবার সকালের শুরুতেই গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
টঙ্গীর ঐতিয্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, সাহাজ উদ্দিন সরকার স্কুল এন্ড কলেজ, নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুল, আল-হেলাল একাডেমী, আমজাদ আলী সরকার স্কুল এন্ড কলেজ, হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়, কাদেরিয়া টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, অলিম্পিয়া টেক্সটাইল মিল উচ্চ বিদ্যালয়, নিশাত ঝুট মিলস্ উচ্চ বিদ্যালয়, মন্নু টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়।
এছাড়াও কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুরসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২০১৭ সালের ছাত্রছাত্রীদের মাঝে বছরের প্রথম দিন ১লা জানুয়ারী বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।