রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই বিতরন
ঝিনাইদহে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই বিতরন
ঝিনাইদহ প্রতিনিধি :: (১৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) ঝিনাইদহের মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে নতুন বছরের প্রথম দিনেই নতুন ক্লাসের ছাত্র-ছাত্রীদের হাতে বই তুলে দিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ।
মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অমল কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য নবী নেওয়াজ।
বই উৎসবের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব, মহেশপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আবদুস সাত্তার, জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আলহাজ¦ শরিফুল ইসলাম শরিফ, পৌর কাউন্সিলর হাশেম আলী পাঠান, কাজী আতিয়ার রহমান আতি ও উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান প্রমুখ।
নতুন বছরের প্রথম দিনেই মহেশপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লাখ ৮৬ হাজার ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে।