সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন পর্যালোচনা
রাঙামাটিতে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন পর্যালোচনা
ষ্টাফ রিপোর্টার :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.১৫মি.) রাঙামাটিতে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এর সভাপতিত্বে ২ জানুয়ারী সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট এর মহাপরিচালক মো. আবদুল হালিম।
আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিতকরন বিষয়ে অগ্রগতি পর্যালোচনা সভায় বাল্যবিবাহ রোধে রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের ২০১৭ সালের গৃহীত কর্মসূচী ও বিষয়ের মুল প্রবন্ধ প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরী।
পর্যালোচনা সভায় উন্মুক্ত আলোচনায় বক্তারা বাল্য বিবাহরোধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং বিবাহ নিবন্ধনকারীদের তালিকা তৈরী করে তাদের বাল্যবিবাহের কুফল বিষয়ে দিক নির্দেশনাসহ সরকারী বেসরকারী প্রশিক্ষণের মাধ্যমে বাল্যবিবাহ নিবন্ধনে নিরুৎসাহিত করে বাল্য বিবাহ বন্ধ করার বিষয়টি প্রাধান্য দেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, সরকারের ভিশন হলো ২০২১ সালের মধ্যে দেশকে বাল্য বিবাহমুক্ত করা। জেলা প্রশাসক বলেন, সরকারের সাথে আমাদের এটা কমিটমেন্ট যে আগামী ২০২১ সালে রাঙামাটি পার্বত্য জেলা বাল্য বিবাহমুক্ত করা হবে।
এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা.বিনোদ শেখর চাকমা, জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, জেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ পরিচালক রমনী কান্ত চাকমা, জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা, কাউখালি উপজেলা চেয়ারম্যান চৌ সা মং চৌধুরি, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মঞ্জুলিকা খীসা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার, বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইকরামুল ইসলাম, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহাবুব আলম, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ, রাজস্থলী নির্বাহী কর্মকর্তা লীজা খাজা, জুরাছড়ি নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী, জাতীয় মহিলা সংস্থা রাঙামাটি শাখার গৌরিকা দে, রাঙামাটি পৌরসভা মেয়রের প্রতিনিধি, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নানিয়ারচর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এনি চাকমা, বালুখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় গিরি চাকমা, রাঙামাটি সদর উপজেলা হিন্দু বিবাহ নিবন্ধক খোকন কুমার দে ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের প্রতিনিধি জুই চাকমাসহ প্রমূখ উপস্থিত ছিলেন।