সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে পাচারের সময় ৪ শিশু উদ্ধার : আটক-১
বান্দরবানে পাচারের সময় ৪ শিশু উদ্ধার : আটক-১
মো. নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) বান্দরবানে একটি হোটেল থেকে পাচারের সময় ৪ শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় পাচারকারী সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে, সাথে থাকা আরেক পাচারকারী সুমন খিয়াং পুলিশ আসার ঘটনা আঁচ করতে পেরে দ্রুত পালিয়ে যায়। ১ জানুযারি রবিবার সন্ধ্যা ৭ টার সময় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বিভিন্ন পাড়া থেকে ঢাকা শহরের বিভিন্ন স্কুলে বিনা খরচে লেখাপড়া করানোর নামে ৪ শিশুকে পাচারের অভিযোগে জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আবু বক্কর পূর্ব নাম মং শৈ প্রু ত্রিপুরা (৪৪) নামে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এসময় হোটেলের কক্ষ থেকে ৪ শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুরা হলো মং থুই হ্লা মারমা (১০), মে সিং প্রু মারমা (১৩), নু চিং উ মারমা (১১) ও মা সিং শৈ মারমা (১০)। আটকের পর থানা হেফাজতে আটককৃত ব্যক্তি ও শিশুদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এদিকে আটককৃত মং শৈ প্রু ত্রিপুরা বলেন, ২০০০ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মুসলিম নাম আবু বক্কর। তার বাড়ি বাঙ্গালহালিয়া বর্তমানে সে শহরের বাসস্টেশন নতুন মুসলিম পাড়ায় বসবাস করছেন। গরীব শিশুদের বিনামূল্যে লেখাপড়া করানোর জন্য অভিভাবকদের সাথে কথা বলে ঢাকার আকবর মাদ্রাসায় নিতে এনেছিলাম।
শিশুদের অভিভাবক অং থোয়াই চিং ও তাউহ্লা মারমা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, লেখাপড়ার কথা বলে প্রতিটি শিশুর জন্য এককালীন ৫ হাজার টাকা করে চাইছে। ঢাকার মাদ্রাসায় নাকি বাংলা, ইংরেজীসহ সব বিষয়ে নাকি লেখাপড়া করানো হয়। কিন্তু মাদ্রাসায় মুসলিম ছেলে-মেয়েরা লেখাপড়া করে, পাহাড়ী বৌদ্ধ ছেলেমেয়েরা কি শিখবে এ সংশয়ে থাকায় পুলিশকে জানিয়েছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, লেখাপড়ার কথা বলে শিশুদের পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল। চার শিশুকে উদ্ধার করা হয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে নারী ও শিশু পাচার আইনে মামলা করা হয়েছে।