সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্র্থীর হাতে পাঠ্যবই
শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্র্থীর হাতে পাঠ্যবই
ষ্টাফ রিপোর্টার :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৫৮মি.) ১ জানুয়ারি রবিববার রাঙামাটির শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থী’র হাতে নতুন পাঠ্যবই তুলে দিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠেছিল বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা।
পরিষদের সদস্য অমিত চাকমা রাজু বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বছরের এ দিনটি খুব খুশির ও আনন্দের। নতুন পাঠ্যবই পেয়ে শিশুরা আনন্দে মেতে উঠে। বই পাওয়ার পরে শিশুদের আনন্দ যা হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শিশু শিক্ষার্থীরা নতুন বই পেয়ে বুকের মধ্যে জড়িয়ে রাখে এটি তাদের ও অভিভাবদের জন্য বড় আনন্দের।
বই বিতরণকালে শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়ুয়া, সহকারী শিক্ষক অশ্রু চৌধুরী, বলাকা চাকমা, গুনমিতা চাকমা, শাহীন আক্তার, দ্বিশা ত্রিপুরা, গৌরিকা তালুকদার’সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।