সোমবার ● ২ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » চকরিয়া বিলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
চকরিয়া বিলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
মো. মনছুর আলী, লামা প্রতিনিধি :: (১৯ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৭মি.)‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ‘ এ শ্লোগানকে মূল প্রতিপাদ্য করে সারা দেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা বমুবিলছড়ি ইউনিয়নের বিলছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩২৭ জন কোমলমতি শিক্ষার্থীর হতে তুলে দেয়া হয়েছে নতুন বই।
প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিনামূল্যের এসব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়। এ উপলক্ষে ২ জানুয়ারি রবিবার সকালে বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরন উদ্ভোধন করেন বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মতলব।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএনএম মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউপি সদস্য আহমদ মিয়া, মো. শফিকুর রহমান, কফিল উদ্দিন, মো. রমিজ উদ্দিন, মো. আজিজুর রহমান, নুর আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুস সবুর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. নাজমুল হুদা ও ছাত্রলীগ নেতা মো. এরশাদ প্রমুখ।
এ সময় সহকারী শিক্ষিকা হুসনে আরা বেগম, শারমিন কবির, মাসুমা ছিদ্দিকা ও খায়রুন্নেছা জয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবারই ১ জানুয়ারি নতুন বই শিশুদের হাতে তুলে দেয়া হয়। দিনটি বই উৎসব হিসেবে পালন করে আসছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে বছরের শুরুর দিনে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএনএম মিনহাজ উদ্দিন সোমবার বিকালে লামা প্রেসক্লাবের সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান ১ জানুয়ারী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের মাঝে শতভাগ পাঠ্য বই বিতরণ করা হয়েছে।
বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম ও বৌদ্ধ ধর্ম শিক্ষাসহ প্রাথমিকের ৬টি বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে বলে তিনি এএনএম মিনহাজ উদ্দিন জানান । (ছবি সংগৃহিত)