মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » বগুড়া’য় বিরল প্রজাতির ঈগল পাখি মুক্ত
বগুড়া’য় বিরল প্রজাতির ঈগল পাখি মুক্ত
বগুড়া প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ৩.০৫মি.) বগুড়ার গাবতলী পৌর এলাকার উঞ্চুরখী বিলে একটি বিরল প্রজাতির ঈগল পাখি অসুস্থ অবস্থায় দেখে লোকজন মধ্যমে খবর ছড়িয়ে পড়লে উপজেলা প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংখ্যা (স্যানো) ও গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ পাখিটি উদ্ধার করে।
এরপর অসুস্থ ঈগল পাখি কে উদ্ধার করার সংবাদ ঘটনা ছড়িয়ে পড়লে এ খবর বিভিন্ন দৈনিক ও প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল এ ছবিটি প্রকাশ করা হয়।
জানাযায়, পাখিটি গত ২৫ ডিসেম্বর উদ্ধার হলে সংগঠনের নেতা এ.টি.এম.আহসান হাবীব তালুকদার রনজু’র সার্বিক সহযোগিতায় প্রথমে উপজেলা প্রাণী সম্পদ অফিসে চিকিৎসা করা হয়। দূীর্ঘসময় চিকিৎসার পর ঈগল পাখিটি সম্পন্ন সুস্থ্য না হওয়ায় পাখিটিকে গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি প্রফেসর ফজলে বারী রতনের নিজ বাসায় নিয়ে গিয়ে চিকিৎসা হতে থাকে।
৯দিন যাবত পশু চিকিৎসকের পরামর্শে ইনজেকশন ও ঔষধ খাওয়ানো হয়। দূীর্ঘ ৯দিন নিবির পরিচর্যা ও সময়মত চিকিৎসা করার পর ৩ জানুয়ারি মঙ্গলবার ঈগল পাখিটি নিজে উড়তে সক্ষম হলে জয়ভোগা ‘পাখির ভিটায়’ এলাকার লোকজনকে নিয়ে গিয়ে উম্মুক্ত (মুক্ত) করে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির উপদেষ্টা আব্দুস সামাদ, সভাপতি প্রফেসর ফজলে বারী রতন, প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ সংখ্যা (স্যানো) সভাপতি ও গাবতলী বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এ.টি.এম.আহসান হাবীব তালুকদার রনজু, সংগঠনের নেতা রেজাউল করিম, রেহান ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খাজা নাজিমুদ্দিন, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন, আব্দুল হালিম ও সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর বগুড়া জেলা প্রতিনিধি সাংবাদিক আল আমিন মন্ডল প্রমূখ।
এ বিষয়ে গাবতলী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. মো. আনিছুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, অসুস্থ্য ঈগল পাখিটি কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। এরপরেও সুস্থ্য না হওয়ায় দূীর্ঘসময় চিকিৎসা দিতে পরামর্শ প্রদান করা হয়।