মঙ্গলবার ● ৩ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঈশ্বরদীর সাহাপুর মাদকের স্বর্গরাজ্য
ঈশ্বরদীর সাহাপুর মাদকের স্বর্গরাজ্য
ঈশ্বরদী প্রতিনিধি :: (২০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৪.২২মি.) মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অত্যাচার নির্যাতনে আওতাপাড়া বাজার ও বাঁশের বাদা কলেজ পাড়াসহ সাহাপুর ইউনিয়নবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন।এসব এলাকার অন্তত ১০ টি স্থানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে ইয়াবা,ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক এবং নেশা জাতীয় দ্রব্যের রমরমা ব্যবসা চলছে। এ কারণে মাদক সেবী ও ব্যবসায়ীদের পদচারণায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন। একই সাথে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও প্রতিনিয়ত বিরম্বনার শিকার হচ্ছে। মাঝে মধ্যেই শিক্ষার্থীরা মাদক সেবীদের দ্বারা লাঞ্চিত হয়ে থাকে। সম্প্রতি মাদক ব্যবসাকে কেন্দ্র করে ঐ এলাকায় বন্দুক যুদ্ধ হওয়ার পর এলাকাবাসীর দাবির পরও কেউ মাদক ব্যবসা বন্ধে এগিয়ে আসেনি। রুচিশীল এলাকাবাসীদের অভিযোগ একটি রাজনৈতিক দলের তৃতীয় শ্রেণীর কতিপয নেতার প্রশ্রয়ে দিন দিন মাদক ব্যবসা বেড়েই চলেছে। নামপ্রকাশ না করার শর্তে এলাকার শিক্ষকরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,বর্তমান সরকারের উন্নয়ন মুখি ভাবমূর্তি ও যুব সম্প্রদায়কে রক্ষার্থে জরুরি ভিত্তিতে সাহাপুর ইউনিয়নে মাদক আমদানী ও বিক্রি বন্ধ করতে হবে। অন্যথায় এলাকাবাসী মারাত্মক ক্ষতির শিকার হবে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদীর পরিদর্শক খবীর আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ৪ জন সদস্য নিয়ে পাঁচটি উপজেলায় অভিযান অব্যাহত রেখেছি।