বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » খাগড়াছড়িতে অবরোধে গাড়ি ভাংচুর : চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
খাগড়াছড়িতে অবরোধে গাড়ি ভাংচুর : চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা
মো.মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.১৬মি.) খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সুপার জ্যোতি চাকমা মুক্তি সংগ্রাম কমিটির ডাকে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
৪ জানুয়ারি বুধবার সকাল ৮টায় জেলার মানিকছড়ি কলেজ গেইট এলাকায় অবরোধকারীরা হামলা করে গাড়ি ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে। ৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় কমিটির সদস্য সচিব ত্রিলন চাকমা ওরফে দয়াধন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক ইমেলে বার্তায় এ সড়ক অবরোধ ঘোষণা করেন।
অবরোধের কারণে দূরপাল্লা ও আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলা শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় থাকা সত্ত্বেও মানিকছড়িতে গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
আকস্মিভাবে অবরোধ ডাকার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন
। তবে কোনো কোনো সড়কে পুলিশ নিরাপত্তা দিয়ে নৈশ কোচের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে দেখা গেছে।
তবে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. মজিদ আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, রবিবার (১লা জানুযারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমার সরকারি বাসভবনে যৌথবাহিনী অভিযান চালিয়ে পাচ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করে। সোমবার বিকালে তাকে খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. আদালতে হাজির করা হলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠনোর নির্দেশ দেন।
গত উপজেলা নির্বাচনে সুপার জ্যোতি চাকমা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
তিনি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ’র অন্যতম পৃষ্ঠপোষক বলে জানা গেছে।