রবিবার ● ১ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জে ‘৭১ সালের ধ্বংসপ্রাপ্ত কালীবাড়ী উদ্ধারে প্রতিকী কালীপুজা পালনে সভা
নবীগঞ্জে ‘৭১ সালের ধ্বংসপ্রাপ্ত কালীবাড়ী উদ্ধারে প্রতিকী কালীপুজা পালনে সভা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে ১৯৭১ সালে পাকিন্তানী বাহিনী কর্তৃক ধ্বংসকৃত কালীবাড়ী ও কানাই লাল জিউড় আখড়ার স্মৃতি রক্ষার্থে প্রতিকি কালীপুজা পালনের লক্ষ্যে গত শুক্রবার রাতে স্থানীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়৷ বিগত কমিটির আহবায়ক বিধান ধরের সভাপতিত্বে সভায় আলোচনা করেন,গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি সুবিনয় কর, সাধারন সম্পাদক নারায়ন রায়, বাবুল দাশ,কালীপদ ভট্টচার্য্য, প্রমথ চক্রবর্তী বেনু, নিকুঞ্জ পাল নিখিল,বাদল কৃষ্ণ বনিক, উত্তম কুমার রায়, বিষ্ণু পদ রায়, লিটন দেবনাথ, পার্থ পাল, উত্পল দাশ, উত্তম কুমার পাল হিমেল, প্রজেশ রায় নিতন, মন্টু আচার্য্য, নৃপেন্দ্র পাল, নীলকন্ট দাশ সামন্ত নন্টী, বিজয় রায়, শুভাশীষ চক্রবর্তী, পিন্টু রায়, অমলেন্দু সুত্রধর, পবিত্র বনিক, নিরেন্দ্র দেব নীরু, রশময় শীল, প্রনব দেব, গুরুপদ দাশ ময়না, মিথুন পাল,অরুনাভ বনিক পলাশ, দেবাশীষ রায় দেবু, ধ্রুবজ্যোতি বনিক, তনয় দাশ, তপন জ্যোতি দাশ, বিপ্লব দাশ প্রমূখ ৷ সভায় কালীপুজা পালনের লক্ষ্যে নারায়ন রায়কে আহবায়ক ও নীলকন্ঠ দাশ নন্টীকে সদস্য সচিব করে পুজা উদযাপন কমিটি গঠন করা হয় ৷
আপলোড : ১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১. ৫৩ মিঃ