বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মানববন্ধন
বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মানববন্ধন
মো. নুর হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১৫মি.) বান্দরবানে বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষা নীতি- ২০১০ এ নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন করেছে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি। বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশের সরকারী কলেজ/ শিক্ষা বোর্ড/ নায়েম/ শিক্ষা অধিদপ্তর সমূহের ন্যায় বান্দরবান সরকারী কলেজ ও বান্দরবান সরকারী মহিলা কলেজের ইউনিট ৪ জানুয়ারী বুধবার সকাল ১১ টায় স্ব স্ব কলেজ চত্ত্বরে এ মানবন্ধনের আয়োজন করে।
বান্দরবান সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার বণিক এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সঞ্জীব কুমার চৌধুরী, মোহাম্মদ আক্তার হোছাইন, জাহাঙ্গীর আলম, আইনুল করিম, মেহেদী হাসান, সুজন কান্তি বড়ুয়া, কামরুল ইসলাম ও জয়নাল আবেদীনসহ প্রমূখ।
এ মানববন্ধনে বি.সি.এস সাধারণ শিক্ষা সমিতি তাদের কিছু দাবি উত্থাপন করেন। দাবি সমূহ হল- বেসরকারী কলেজ জাতীয়করণ ইস্যূতে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষা নীতি- ২০১০ এ নীতিমালা অনুযায়ী বিধিমালা প্রণয়ন। নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের পৃথক সার্ভিস রুলসের অধীনে নিয়োগ প্রদান করা। নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের নন-ক্যাডার করা। নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের বদলী ও পদোন্নতি উক্ত কলেজ সমূহের মধ্যে সীমাবদ্ধ রাখা। জাতীয়করণকৃত কলেজের নামের শেষে জাতীয়করণকৃত লেখা থাকা। বি.সি.এস সাধারণ শিক্ষা ক্যাডারে সব ধরণের পাশ- প্রবেশ বন্ধ করা।
উপরোক্ত দাবিসমূহ সত্ত্বর মেনে নেয়ার জন্য বি.সি.এস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল সদস্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।