বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক সেলিম সরদারের বিচার চাইলেন পিয়া
সাংবাদিক সেলিম সরদারের বিচার চাইলেন পিয়া
ঈশ্বরদী প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া বলেন, আল্লাহ ভালবেসে যাদের ক্ষমতা ও মর্যাদা দিয়েছেন তাঁদের মান-সম্মান ও ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই।
ঈশ্বরদীর একজন সাংবাদিক আমার বিরদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি । আমি ঘৃণাভরে এই মিথ্যা সংবাদ প্রত্যাখান করে প্রেসক্লাব ও সাংবাদিকদের কাছে তার বিচার দাবী করছি । ৩ জানুয়ারি মঙ্গলবার রাতে ঈশ্বরদী প্রেসক্লাবের ভিআইপি হলরুমে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ।
সদ্য সমাপ্ত পাবনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী পিয়া বলেন, ঈশ্বরদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ঈশ্বরদী’ পত্রিকার সম্পাদক সেলিম সরদার গত ৩ জানুয়ারি মঙ্গলবার প্রকাশিত পত্রিকায় আমার বিরদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করেছেন। আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেছেন। সংবাদ প্রকাশের আগে সে আমার কোন বক্তব্য নেয়নি।
আমার স্বামীর নাম উল্লেখ করে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা। আমি বিশ্বাস করি আমার স্বামী আবুল কালাম আজাদ মিন্টু আমাকে ভোট দিয়েছেন। ইতিপূর্বেও সেলিম সরদার আমার বিরদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। সে শুধু আমার বিরুদ্ধেই নয়-এরআগে ঈশ্বরদীর আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার পিতা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, আমার স্বামী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল। সেলিম সরদার আওয়ামী লীগের শত্রু এবং ঈশ্বরদীবাসীর শত্রু।
ওর মতো মিথ্যাবাদী, নীতিভ্রষ্ট সাংবাদিকের জন্য সকল সাংবাদিক সমাজের সম্মানহানী হচ্ছে। এসময় পিয়া উপস্থিত প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
পাবনা জেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গ টেনে নারী নেত্রী পিয়া বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমি পরাজয় মেনে নিয়ে বিজয়ী প্রার্থী রেজাউল রহিম লালকে অভিনন্দন জানিয়েছি। যা এদেশের রাজনীতিতে সচারাচর দেখা যায় না। বিজয়ী প্রার্থী লাল আংকেলকে স্বপরিবারে আমার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। নির্বাচনে বহু প্রভাবশালী নেতা ও গুনী নেতারাও যুগে যুগে পরাজিত হয়েছেন। তারা কেউ রাজনীতি ছেড়ে দেয়নি। আমি পরাজয় থেকেই শিক্ষা নিয়ে পরবর্তীতে জয়ের পথেই এগিয়ে যাবো। আল্লাহ চাইলে এর চেয়েও বড় কোন জায়গায় আমাকে বিজয়ী করতে পারেন। আমি বিশ্বাস করি রাজনীতিতে শেষ বলে কোন কথা নেই। জনগণের সেবা করার জন্য আমৃত্যু পর্যন্ত জনগণের সাথেই থাকবো। জনগণই একদিন আমাকে নিদিষ্ট লক্ষ্যে পৌঁছে দিবেন।