বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সড়ক দূর্ঘটনার বিষয়ে অভিযোগ বা মামলা করেও বিচার পায়না
সড়ক দূর্ঘটনার বিষয়ে অভিযোগ বা মামলা করেও বিচার পায়না
ঢাকা প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪১মি.) ৪ জানুয়ারী বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি পর্যবেক্ষণ মতে বিদায়ী ২০১৬ সালে সারাদেশে ৪,৩১২টি সড়ক দূর্ঘটনা সংঘটিত হয়েছে।
এসব দূর্ঘটনায় ৬,০৫৫ জন নিহত, ১৫,৯১৪ জন আহত হয়। সংগঠনটি বলছে, বাংলাদেশে সড়ক দূর্ঘটনার নামে ধারাবাহিক হত্যাকান্ড আজ মহামারী আকার ধারণ করেছে। ইরাক,সিরিয়া বা আফগানিস্থানের ভয়াবহ যুদ্ধে যে প্রাণহানী হয়েছে বাংলাদেশের সড়ক দূর্ঘটনায় প্রাণহানীর সংখ্যা তার কোন অংশে কম নয়। অত্যান্ত দুঃখ জনক হলেও সত্য যে, এ নিরব হত্যাকান্ড প্রতিদিন ঘটলেও এখন দেশের যাত্রী, মালিক, পরিবহন শ্রমিক, গণমাধ্যম, সুশীল সমাজ, সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে এটি দিন দিন গুরুত্বহীন হয়ে পড়েছে। সবার যেন গা সওয়া হয়ে গেছে এটি। সিংহভাগ সংবাদপত্র বা টিভি চ্যানেল প্রাণহানীর সংখ্যা বেশি না হলে বা গুরুত্বপূর্ণ কোন ব্যক্তি আক্রান্ত না হলে সড়ক দূর্ঘটনার সংবাদ প্রচারে গুরুত্ব দেয়না।
রাজনৈতিক সহিংসতা, যুদ্ধাপরাধীর বিচার, জঙ্গি বিরোধী অভিযান, স্থানীয় সরকার নির্বাচনের সময়ে গণমাধ্যমে বিছিন্ন বিক্ষিপ্তভাবে সংঘঠিত কোন সড়ক দূর্ঘটনার সংবাদ প্রচার হয়না।
সড়ক দূর্ঘটনার বিষয়ে অভিযোগ বা মামলা করেও বিচার পায়না । সড়ক দূর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ায় না দেশের বিত্তবানরা । এই মহামারীতে বাড়ছে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে দরিদ্র ও ছিন্নমূল মানুষের সংখ্যা। যা মধ্য আয়ের দেশে যাত্রার পথে প্রধান প্রতিবন্ধকতা তৈরী করছে। মেধাবী ও কর্মক্ষম জনসম্পদ হারিয়ে দেশের অপূরনীয় ক্ষতি হচ্ছে। জিডিপি’র দেড় শতাংশ এ সড়ক দূর্ঘটনার কারণে ক্ষয়-ক্ষতি হচ্ছে।
৪ জানুয়ারী বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী উপরোক্ত তথ্য উপস্থাপন করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যোগাযোগ সচিব ড. মো. মাহাবুবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সুপ্রিম কোর্টের আইনজীবি ব্যরিষ্টার মোহাম্মদ শফিকুল ইসলাম, বুয়েট এর দুর্ঘটনা গবেষনা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মাহবুব আলম তালুকদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরি সভাপতি রুস্তম আলী খান, বাংলাদেশ ট্রাক-কাভারভ্যান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ মজুমদার ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দূর্ঘটনা মনিটরিং সেলের সদস্য সামসুদ্দীন চৌধুরী প্রমূখ।