বুধবার ● ৪ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ৫ সফল নারীকে সম্মাননা
লামায় ৫ সফল নারীকে সম্মাননা
লামা প্রতিনিধি :: (২১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় বান্দরবানের লামা উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৫ সফল নারীকে সম্মাননা দেয়া হয়েছে। ৪ জানুয়ারী বুধবার দুপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য, সফল জননী হিসেবে সাফল্য, নির্যাতনের বিভিষীকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার জন্য ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় তাদেরকে এ সম্মাননা দেয়া হয়। উপজেলা পরিষদ সভা কক্ষে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মীতা খীসার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারাবান তহুরা, সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা, বিআরডিবি কর্মকর্তা শফিকুর রহমান, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, নারী নেত্রী জাহানারা আরজু বিশেষ অতিথি ছিলেন। উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়ন থেকে ৫ ক্যাটাগরিতে ৫জন সফল নারীকে জয়িতা নির্বাচন করা হয়। সম্মাননাপ্রাপ্ত জয়িতারা হলেন, ফাতেমা পারুল, হালিমা বেগম, শাহানাজ পারভীন, রাজিয়া বেগম ও মায়েছা মার্মা। প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী জয়িতাদের হাতে সম্মাননার ক্রেষ্ট তুলে দেন।