বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে পুলিশ পাহারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোরেলগঞ্জে পুলিশ পাহারায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে পুলিশ পাহারায় পালিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। অভ্যন্তরীন কোন্দল ও গ্রুপিংয়ের কারণে ৪ জানুয়ারি বুধবার একই সময়ে দু’টি গ্রুপ পৃথক কর্মসূচির ঘোষণা দেয়। এতে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সম্ভাবনা দেখা দিলে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে।
জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সভাপতি টিটু গ্রুপ ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন গ্রুপ পৃথক পৃথক কর্মসূচি ঘোষণা করে। পরিস্থিতি সামাল দিতে সকাল থেকেই আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ ও থানা পুলিশের একাধিক দল কলেজ ও শহরে অবস্থান নেয়। বেলা ১১টার দিকে পুলিশ পাহারায় টিটু গ্রুপের একটি মিছিল এসএম কলেজ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পথসভা করে।
এখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আবু ফয়েজ নিশাত, পৌর ছাত্রলীগের সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক ইব্রাহীম ফরাজী, কলেজ ছাত্রলীগের সভাপতি বায়েজিদ সিকদার ও সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম। পথসভা শেষে আনুষ্ঠানিকভাবে কেক কাটেন নেতাকর্মীরা।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ছাত্রলীগের দুটি গ্রুপ পৃথক কর্মসূচি নিয়ে মাঠে নামায় শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর পরে জেলা ছাত্রলীগের সহসভাপতি আব্দুল্লাহ আল সুমনের নেতৃত্বে ছাত্রলীগের অপর গ্রুপ আওয়ামী লীগ অফিসে কেক কেটে ও আলোচনা সভা করে দিবসটি পালন করে। সভায় ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম নয়ন ও সাজ্জাদুল ইসলাম জুয়েল বক্তৃতা করেন।