বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » দিনাজপুর » স্বপ্নপুরী সেরা কন্ঠ -১৬ ২য় রাউন্ডে ক’ গ্রুপে বিজয়ীদের নাম
স্বপ্নপুরী সেরা কন্ঠ -১৬ ২য় রাউন্ডে ক’ গ্রুপে বিজয়ীদের নাম
দিনাজপুর প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ২.৫৪মি.) প্রথম স্থান অধিকার কারি : ফুলবাড়ী উপজেলার অর্থী তার প্রাপ্ত নাম্বার 207 out oF 250 ও দ্বিতীয় স্থান : বোচাগঞ্জ উপজেলার, আচল তার প্রাপ্ত নাম্বর 203 out oF 250
যথাক্রমে অন্যান্য মেধা তালিকা : বোচাগঞ্জ উপজেলার শিমু (ছোট), কাহারোল উপজেলার পূজা, নাববগঞ্জ উপজেলার নাহিদুল ফয়সাল, বীরগঞ্জ উপজেলার রুমি রায়, কাহারোল উপজেলার পূজা, বোচাগঞ্জ উপজেলার ফাহমিদা ফাইজা, বোচাগঞ্জ উপজেলার বাপ্পি হোসেন, চিরিরবন্দর উপজেলার নাছরিন, বোচাগঞ্জ উপজেলার সালমা আক্তার, বীরগঞ্জ উপজেলার অর্পিতা সরকার, বোচাগঞ্জ উপজেলার বৃষ্টি মাতা, বোচাগঞ্জ উপজেলার সিরাজুম মনিরা, কাহারোল উপজেলার আখি আক্তার, ঘোড়াঘাট উপজেলার হিয়া চাকমা, নবাবগঞ্জ উপজেলার ফাইজুল, বিরামপুর উপজেলার সাবিহা রাইচ, বোচাগঞ্জ উপজেলার শামিমা সিমু, বোচাগঞ্জ উপজেলার সানজানা ইসলাম দোলা ও নবাবগঞ্জ উপজেলার জান্নাতুল মেধা।
উপজেলা কোঠা ও বিশেষ কোঠা : বিরামপুর উপজেলার আখি, হাকিমপুর উপজেলার রেদোয়ান রাখিব, ঘোড়াঘাট উপজেলার রিতিকা ইসলাম রোজা, নবাবগঞ্জ উপজেলার ফারহানা, বোচাগঞ্জ উপজেলার আলজিন্নাত তামান্না স্নেহা, কাহারোল উপজেলার গৌরী রমা রায়, বীরগঞ্জ উপজেলার ভাস্বতী দাম, নবাবগঞ্জ উপজেলার জামিল ও ঘোড়াঘাট উপজেলার সুজনী মার্ডি (ক্ষুদ্র নৃ- গোষ্ঠী)।
খ’গ্রুপের মেধা তালিকা:প্রথম স্থান পাবর্তীপুর উপজেলার প্রিয়া, দ্বিতীয় বোচাগঞ্জ উপজেলার অরুন চন্দ্র ও তৃতীয় নবাবগঞ্জ উপজেলার সাফিয়া আক্তার।
যথাক্রমে অন্যান্য মেধা তালিকা: নবাবগঞ্জ উপজেলার মশফিকুল, বোচাগঞ্জ উপজেলার আব্দুল মতিন, বোচাগঞ্জ উপজেলার গোলাম রব্বানী (পাতার বাশিঁ), বিরামপুর উপজেলার দিপ্তী বেগম, ফুলবাড়ী উপজেলার সাবিনা ইসলাম বিউটি, হাকিমপুর উপজেলার রেশমা বেগম, বীরগঞ্জ উপজেলার কবিতা রায়, কাহারোল উপজেলার বাবুল চন্দ্র রায়, বোচাগঞ্জ উপজেলার আবু ফরহাদ সিদ্দিকী, বোচাগঞ্জ উপজেলার মাসুমা মনি, বীরগঞ্জ উপজেলার মদীনা আক্তার পারুল, বোচাগঞ্জ উপজেলার গৌরঙ্গ শীল, খানসামা উপজেলার হরিশ চন্দ্র দেব শর্মা, ঘোড়াঘাট উপজেলার সুলতান আলী সরকার।
উপজেলা কোঠা ও বিশেষ কোঠা (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধি)
বিরল উপজেলার নির্মল চন্দ্র, ফিরোজ আহাম্মেদ, কাহারোল উপজেলার শ্যামলী রাণী, বোচাগঞ্জ উপজেলার প্রদীপ কুমার, সন্ধা সাহানী, সেকেন্দার আলী, বীরগঞ্জ উপজেলার ফারজানা, বিরামপুর উপজেলার জহন মুর্মু (ক্ষুদ্র নৃ- গোষ্ঠী), হাসান আলী, মোস্তাফিজুর, মানিক শাহা, নবাবগঞ্জ উপজেলার মতিনুর রহমান, ঘোড়াঘাট উপজেলার আশা আক্তার, মোসলেহা বানু রুলী ও মেহেদী হাসান রুবেল।
YES CARD সংগ্রহের জন্য ১০ জানুয়ারি ২০১৭ ইংরেজি তারিখের মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে : মীর মোশারফ হোসেন, প্রধান সমন্বয়কারী স্বপ্নপুরী সেরা কন্ঠ-২০১৬। মোবাইল: ০১৭১৯-২৫২৩৬৮ অথবা (অফিস): ০১৭০৯-৩৭২৪৮০