সোমবার ● ২ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » হুয়াই জিসেভেন প্লাস এখন বাংলাদেশে
হুয়াই জিসেভেন প্লাস এখন বাংলাদেশে
ঢাকা প্রতিনিধি :: ১ নভেম্বর, ২০১৫- হুয়াই, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড আজ রোববার বাংলাদেশে তাদের সর্বশেষ স্মার্টফোন হুয়াই জি সেভেন প্লাস উন্মুক্ত করেছে ৷ ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ডিভাইসটি উন্মোচন করেন ৷ সাশ্রয়ী মূল্যের ডিভাইসটিতে উচ্চ প্রযু্িক্ত সম্পন্ন স্মার্টফোনের সব ফিচার থাকছে ৷ গ্রাহককে চমত্কার পারফরমেন্সের দেওয়ার উপযোগী করে স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে ৷ গ্রাহকরা, বিশেষত যারা সামাজিক এবং ব্যবসায়িক কর্মকান্ডের ক্ষেত্রে স্মার্টফোনের উপর নির্ভর করেন, তারা অবশ্যই স্মার্টফোনটি পছন্দ করবেন ৷ হ্যান্ডসেটটির ডিজাইন এবং উত্পাদনের ক্ষেত্রে হুয়াই ফোনের নির্ভরযোগ্যতাকে প্রাধান্য দিয়েছে ৷ গ্রাহকদেরকে সেরা অভিজ্ঞতা দিতে ফোনটি তৈরিতে উত্কৃষ্ট মানের উপাদান ব্যবহার করা হয়েছে ৷
হুয়াই জি সেভেন প্লাস এর ব্যাটারী লাইফ অসাধারণ ৷ ডিভাইসটির ৩০০০ এমএএইচ ব্যাটারিটি দিয়ে সর্বোচ্চ ৮ ঘন্টা পর্যন্ত অনলাইন ভিডিও স্ট্রিমিং, ১০ ঘন্টা ফোন কল অথবা ৬ ঘন্টা পর্যন্ত ওয়েব ব্রাউজিং করা যাবে ৷ ডিভাইসটিতে হুয়াই সুইচিং টেকনোলজি সম্পন্ন একটি ডুয়েল এন্টেনা যুক্ত করেছে যা অন্যান্য ডিভাইসের তুলনায় দুর্বল নেটওয়ার্কেও ৪০%পর্যন্ত উচ্চ মানের কানেক্টিভিটি ও ১০০% শক্তিশালী সিগন্যাল স্ট্রেংথ দিবে৷ হুয়াই জি সেভেন প্লাস এ মাল্টিপল ফাংশন এর জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা হয়েছে যা সেটটিকে আরো দ্রুতগতির, নিভুল এবং ব্যবহারের ক্ষেত্রে সহজ ও নিরাপদ করে তুলেছে ৷ ডিভাইসটির বডি তৈরিতে এয়ারক্রাফট গ্রেড অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে ৷ হুয়াই জি সেভেন প্লাস এ ২.৫ ডি স্ক্রিন ব্যবহার করা হয়েছে যাতে রয়েছে কার্ভড এজ ৷ ৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লোটিতে আছে ১৯২০*১০৮০ রেজু্যলেশন ৷ হুয়াই জি সেভেন প্লাস এর বিএসআই লেন্স সমৃদ্ধ ১৩ মেগাপিক্সার রিয়ার ক্যামেরাটিতে আছে এফ২.০ অ্যাপারচার, ২৮ এমএম ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, অ্যান্টি ভাইব্রেশন, আরজিবিডব্লিউ সেন্সর এবং ইমেজ সিগন্যাল প্রসেসর যা সাধারণত প্রফেশনাল ডিজিটাল এসএলআর ক্যামেরাতে ব্যবহার করা হয় ৷ এতে আরো আছে চারটি কালার সমৃদ্ধ আরজিবিডব্লিউ সেন্সর যা ছবির ব্রাইটনেসকে ৩২% পর্যন্ত বাড়ায় এবং স্বল্প আলোয় তোলা ছবিতে অস্পষ্টতা ৭৮% পর্যন্ত কমিয়ে দিতে পারে ৷ ডিভাইসটির সামনে আছে ৫ এমপি ক্যামেরা৷ হুয়াই জি সেভেন প্লাস এ আছে ১.৫ গিগাহার্টজের ৬৪বিট অক্টাকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ সিরিজের চিপসেট (৪*১.৫গিগাহার্টজ+৪*১.২গিগাহার্টজ) এবং শক্তিশালী কোয়ালকম আড্রেনো ৪০৫ সিরিজ জিপিইউ প্রসেসর৷ এতে আরো রয়েছে ৩জিবি র্যাম, ৩২জিবি ইন্টারন্যাল মেমোরি যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে ৷ ৪জি এবং ডুয়েল সিম সমর্থিত এই ফোনটিতে আরো আছে গ্র্যাভিটি, প্রক্সিমিটি, লাইট, ও ম্যাগনেটিক সেন্সর ৷
সম্প্রতি হুয়াই ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকের পারফরমেন্স রিপোর্ট প্রকাশ করেছে যেখানে একটি ধারাবাহিক প্রবৃদ্ধি দেখা গেছে ৷ এর মধ্যে ৩৩% প্রবৃদ্ধি মধ্যম থেকে উচ্চ মূল্যের ডিভাইস বিক্রি থেকে এসেছে ৷ এ বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে হুয়াই ২৭.৪ মিলিয়ন হ্যান্ডসেট রপ্তানি করেছে, যা গত বছরের তুলনায় ৬৩% বেশি ৷ হুয়াই কনজ্যুমার বিজনেস গ্রুপ এর সিইও রিচার্ড ইউ এই বছরের শেষ নাগাদ ১০০ মিলিয়ন ইউনিট বিক্রির লক্ষমাত্রা অর্জন করতে পারবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন ৷ গত বছরের তুলনায় এ বছর হুয়াই হ্যান্ডসেট রপ্তানিতে ইউরোপে ৯৮% এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকাতে ৭০% প্রবৃদ্ধি অর্জন করেছে ৷
হুয়াই জিসেভেন প্লাস এর বাজারমূল্য ৩৪,৯৯০ টাকা। ফোনটি বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক এর হুয়াই শোরুম সহ দেশ জুড়ে বিস্তৃত হুয়াই ব্রান্ড ইমেজ শপ গুলোতে পাওয়া যাবে ৷ এছাড়াও ঢাকা, চট্টগ্রাম,সিলেট সহ অন্যান্য শহরের শীর্ষস্থানীয় মোবাইল মার্কেট গুলোতেও পাওয়া যাবে ৷
আপলোড : ২ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২৩ মিঃ