বৃহস্পতিবার ● ৫ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালী ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (২২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাউখালী উপজেলা শাখার আয়োজনে ৫ জানুয়ারি বৃহ্সপতিবার বিকাল ৩টায় বেতবুনিয়া হাসপাতাল মাঠে এক র্যালী,আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক র্যালী বেতবুনিয়ার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন শেষে এক আলোচনা সভা বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার সভাপতি আতুমং মারমা আতু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দিপংকর তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আ’লীগের সহ-সভাপতি অংচা প্রু মারমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাউখালী উপজেলা আ’লীগের সভাপতি অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি এস এম চৌধুরী,আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. সামশুদ্দোহা চৌধুরী, আ’লীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মো. বেলাল উদ্দিন ও জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।
এ সময় বক্তব্য রাখেন আ’লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ক্যাসি মং মারমা, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, আ’লীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সভাপতি ঠিকাদার মো. মনির উদ্দিন, ছাত্রলীগ উপজেলা শাখার গ্রন্থাগার সম্পাদক মো. শাহিন আলম অভি, ছাত্রলীগ ঘাগড়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও ছাত্রলীগ বেতবুনিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক থুইসি প্রু মারমা।
শোক প্রস্তাব পাঠ করেন ছাত্রলীগ উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল জব্বার।
অনুষ্ঠান সঞ্চলানা করেন ছাত্রলীগ উপজেলা শাখার শাখার সাধারন সম্পাদক সাজিব দত্ত ও ছাত্রলীগ নেতা মো. সালাহ উদ্দিন মন্জু।
আলোচনা সভা শুরুর পুর্বে প্রধান অতিথি কর্তৃক ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পিদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।