শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারীদের সম্মাননা
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারীদের সম্মাননা
ষ্টাফ রিপোর্টার :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলদেশ সময় রাত ৩.০১মি.) মানুষ দুভাবে মর্যাদা লাভ করে এক আরোপিত মর্যাদা যা পারিবারিক সূত্রে মানুষ পেয়ে থাকে, দুই অর্জিত মর্যাদা যেটা সে সমাজ বা নিজস্ব প্রতিষ্ঠানে কাছ থেকে তার দক্ষতা, যোগ্যতা আর কর্মগুণে কারণে পেয়ে থাকে।
২০১৫-১৬ অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পরিশ্রমী ও কর্মনিষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যাদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে তাদের সকলেই নিজস্ব যোগ্যতা ও কর্মদক্ষতা পরিচয় দিয়েছে মর্মে জানান বোর্ডের সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতি ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব)মো. মনজুরুল আলম। ২০১৫-১৬ অর্থ বছরের বোর্ডের কর্মরত ২ জন কর্মকর্তা এবং ১১ জন কর্মচারীকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। ভালো কাজের জন্য তাদেরকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং কিছু অর্থ দেয়া হয়।
এছাড়াও বোর্ডের তিন প্রকৌশল শাখার মধ্যে বান্দরবান প্রকৌশল শাখা এবং রাঙামাটি প্রকৌশল শাখাকে যথাযথ বাৎসরিক কার্যক্রম সম্পন্ন করার জন্য পুরস্কৃত করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের সাথে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল কর্মজীবন শেষে ১০ম গ্রেড হতে ২০তম গ্রেড পর্যন্ত অবসরপ্রাপ্ত এবং পিআরএল ভোগরত মোট ১৬ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনাও প্রদান করা হয়। সভাপতি বিদায়ী অতিথিবৃন্দের জন্য সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া। তিনি বোর্ডের অবসরপ্রাপ্ত এবং পিআরএল ভোগরত কর্মচারীদের চিরসুখী ও কল্যাণ কামনা করেন এবং যারা সম্মাননা পেয়েছে তাদেরকে অভিনন্দন জানান।
বোর্ডের সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ভালো কাজের জন্য সম্মাননা প্রদান উদ্যোগটি একটি ভালো উদ্যোগ বলে সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন। তিনি বলেন উদ্বুদ্ধকরণ বিষয়টি সীমাহীন। এটি কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতিকে আরো বেগবান করবে বলে জানান।
আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন জানান যে, যারা চাকরী করেন তারা জীবনে অর্ধেক সময় এখানে ব্যয় করেন, এটা একটা অন্যান্য ঘটনা। আগের দিনে অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা যন্ত্রপাতি সাহায্য ছাড়াই অক্লান্ত পরিশ্রম করে গেছেন। বর্তমানে অফিসসমূহে কাজের পরিধি বেড়েছে, তাই অফিসসমূহে কর্মচারীরাই মূল প্রাণ বলে তিনি জানান।
এছাড়াও বক্তব্য রাখেন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, রাঙামাটি মো. মুজিবুল আলম ও নির্বাহী প্রকৌশলী, বান্দরবান মো. আব্দুল আজিজ।