শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » নবীগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবসের সমাবেশ
নবীগঞ্জে গণতন্ত্রের বিজয় দিবসের সমাবেশ
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ রাত ৩.১৬মি.) নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলমগীর চৌধুরী।
উপস্থিত বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মোজাহিদ আহমেদ, ইমদাদুল হক চৌধুরী, এডভোকেট গতি গৌবিন্দ্র দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, মোস্তাক আহমেদ মিলু, শাহ রিজভী আহমেদ খালেদ, নির্মলেন্দু দাশ রানা, দীপ্তেন্দু দাশ গুপ্ত বিধু, গোলাম হোসেন, আব্দুল মালিক ও এটিএম সালাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেছেন, এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিএনপি জামায়াত জোট ঐক্যবদ্ধ হয়ে জ্বালাও পুড়াও শুরু করেছিল, তারা পেট্রল দিয়ে মানুষ হত্যা করে উল্লাস প্রকাশ করেছে। আর এদেশের মানুষ ভোটের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে রক্ষা করেছে। বর্তমান সরকার ক্ষমতায় এসে দেশের উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সফলতা অর্জন করেছে। আজ দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।