শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু
গাজীপুরে ৩দিন ব্যাপী ডিজিটাল মেলা শুরু
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুর জেলা শহরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। পরে মন্ত্রী মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. ইফতেখার আহমদ চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন প্রমূখ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, এক সময় বাংলাদেশে ডিজিটাল শব্দটি নিয়ে উপহাস করা হত। আজ দেশ তথ্যপ্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। গাজীপুরে বঙ্গবন্ধুর নামে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হবে। ২০২০ সালে বাংলাদেশ হবে জঙ্গি, সন্ত্রাস, দূর্নীতি ও মাদক মুক্ত। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।
মন্ত্রী ওই অনুষ্ঠানে ব্র্যান্ডিং গাজীপু’র লোগো উন্মোচন করেন।
মেলায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ৪০টি স্টল দেয়া হয়েছে।