শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » জাতীয় অনলাইন প্রেসক্লাব’র কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন খাগড়াছড়ি জেলার ৬ জন সাংবাদিক
জাতীয় অনলাইন প্রেসক্লাব’র কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন খাগড়াছড়ি জেলার ৬ জন সাংবাদিক
প্রেস বিজ্ঞপ্তি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.২৩মি.) জাতীয় অনলাইন প্রেসক্লাব’র কেন্দ্রীয় কমিটির (কাউন্সিলার) সাধারণ সদস্য হলেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত খাগড়াছড়ি জেলার ৬ জন সাংবাদিক। সাধারণ সদস্য (কাউন্সিলার) হওয়া নতুন সদস্যরা হলেন, হিলটাইমস টুয়েন্টিফোর ডটকম’র প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. মাইনউদ্দিন, প্রভাতের ডাক বিডি ডটকম’র পার্বত্য অঞ্চলের প্রতিনিধি মনিরুল ইসলাম (মাহিম), স্বাধীনবাংলা টুয়েন্টিফোর ডটকম’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. আবদুর রউফ, আমার বার্তা টুয়েন্টিফোর ডটকম’র স্টাফ রিপোর্টার মো. এরশাদ হোসেন ও রাহাত বার্তা ডটকম’র খাগড়াছড়ি জেলা প্রতিনিধি সৈয়দ গোলাম মোরশেদ।
জাতীয় অনলাইন প্রেসক্লাব’র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০১৬ - ২০১৮ আগামী ২ বছরের জন্য তাদেরকে কাউন্সিলার করা হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে স্বল্প পরিসরে যাত্রা শুরু করেছিল জাতীয় অনলাইন প্রেসক্লাব। সেই অনলাইন প্রেস ক্লাব এখন হয়ে উঠেছে মহীরুহ। এটি এখন কেবল অনলাইন সাংবাদিক বৃন্দের ঠিকানাই নয়, বরং একতা, সহযোগিতা, ভ্রাতৃত্ব বন্ধন, ঐক্যের প্রতীক, সংস্কৃতি, আলোচনা, শিক্ষা, প্রদর্শনী, প্রশিক্ষণ ও অনলাইন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ ও মান উন্নয়ন-সবই এই জাতীয় অনলাইন প্রেসক্লাবকে কেন্দ্র করে আবর্তিত হয়ে আসছে।
অনলাইন মিডিয়া’র বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় অনলাইন প্রেসক্লাব এর সাধারন সদস্য (কাউন্সিলার) হিসাবে যুক্ত করায় খাগড়াছড়ি জেলা অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকগণ জাতীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।