শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » মেয়র মান্নান জামিনে মুক্ত
মেয়র মান্নান জামিনে মুক্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৫মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান গাজীপুরের কাশিমপুর কারাগার-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।
৬ জানুয়ারি শুক্রবার দুপুর ১ টার দিকে তিনি মুক্তি পান। এসময় কারা ফটকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
কাশিমপুর কারাগার-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অধ্যাপক এম এ মান্নানের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌছায়। পরে তার জামিনের কাগজপত্র যাচাই-বাছাই করে আর কোন মামলায় আটকাদেশ না থাকায় তাকে শুক্রবার দুপুর ১টায় মুক্তি দেয়া হয়।
এর আগে মান্নানকে গ্রেফতারের পর ২০১৬ সালের ১৬ এপ্রিল তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ তে পাঠানো হয়।
এম এ মান্নানের আইনজীবী মো. সহীদুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান, নাশকতার মামলায় অধ্যাপক এম এ মান্নানকে ২০১৬ সালের ১৫ এপ্রিল গ্রেফতার করে পুলিশ।
গাজীপুর আদালতের মেয়র মান্নানের প্যানেল আইনজীবী মো. মঞ্জু মোরশেদ প্রিন্স জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্ব মোট ৩০টি মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর সবশেষ চাঁদাবাজি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৯টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেন।
মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।