শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ফেরি এক সপ্তাহ বন্ধ : জনদুর্ভোগ চরমে
মোড়েলগঞ্জের পানগুছি নদীতে ফেরি এক সপ্তাহ বন্ধ : জনদুর্ভোগ চরমে
বাগেরহাট প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) কোনো প্রকার বিকল্প ব্যবস্থা না করেই পল্টুনের বেইলী ব্রিজের কাজ করার জন্য বাগেরহাট-শরণখোলা রুটের মোড়েলগঞ্জের পানগুছি নদীতে চলাচলরত ফেরীটি এক সপ্তাহের জন্য সওজ গত ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার থেকে বন্ধ রাখার ঘোষনা দিয়েছে। এতে রোগীবহনকারী এম্বুলেন্স, সুন্দরনের পর্যটকবাহী গাড়ি এবং ঢাকা, চট্রগ্রাম, খুলনা ও বাগেরহাট রুটে চলাচলকারী যাত্রী ও এলাকাবাসীর মাঝে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মোড়েলগঞ্জের পানগুছি নদীর ছোলমবাড়িয়া অংশের ঘাটের বেইলী ব্রিজটি পুরাতন হওয়ায় কিছুটা ঝঁকিপূর্ন হয়েছে। বেইলী ব্রিজের কাজ করার জন্য বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ৬ জানুয়ারী শুক্রবার সকাল ৭টা থেকে কাজ শুরু করে। ফেরির ইজারাদার কর্তৃপক্ষের প্রতিনিধি মো. কবির জানান, এ কাজের জন্য এক সপ্তাহ ফেরি চলাচল সম্পুর্ন বন্ধ থাকবে। শরণখোলার বাসিন্দা কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক এমডি জামিল হোসাইন জানান, এক সপ্তাহ ফেরি চলাচল বন্ধ থাকার খবরটা খুব দুশ্চিন্তায় ফেলেছে এলাকাবাসীকে। কারন, মুমুর্ষ রোগীকে খুলনায় চিকিৎসা করাতে প্রতিদিন অসংখ্য এম্বুলেন্স যাতায়াত করে। পর্যটন মৌসুম হওয়ায় এখন সুন্দরবনে পর্যটকদের যাতায়াতে এ ফেরি ব্যবহার করা হয়। তাছাড়া, সিডর বিদ্ধস্ত শরণখোলায় আধুনিক বেড়িবাঁধ নির্মানসহ বিভিন্ন উন্নয়ন কাজে প্রতিদিন দাতা সংস্থার বিদেশীরা যাতায়াত করেন। দুরপাল্লার অন্ততঃ ৫০টি বাস চলাচল করে এ রুটে। কোন বিকল্প ব্যবস্থা না করে এক সপ্তাহ ফেরি বন্ধ থাকলে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের পড়বে, তেমনি উন্নয়ন কাজও বাধাগ্রস্ত হবে। একারনে সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন হওয়ার আশংকা রয়েছে।
বাগেরহাট সওজ এর নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ এক সপ্তাহ ফেরী চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তের কথা স্বীকার করে সিএইচটি মিডিয়াকে বলেন, ঘাটের ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। বৃহত্তর স্বার্থে এলাকাবাসীকে একটু কষ্ট করতে হবে। কাজ করার জন্য এলাকায় মাইকিংসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরে চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।