শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » মিষ্টি কুমড়া চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন সেলিমের চোখে
মিষ্টি কুমড়া চাষ করে লাখ টাকা আয়ের স্বপ্ন সেলিমের চোখে
ইকবাল কবীর (চাটমোহর) পাবনা :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৪মি.) চাটমোহরের মূলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা গ্রামের তাইজুল ইসলামের ছেলে জুনিয়র উকিল সেলিম হোসাইন উকালতির পাশাপাশি মিষ্টি কুমড়া চাষ করে চার মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন। অবসর সময় কাজে লাগিয়ে বাড়তি আয়ের আশায় তিনি সবজী চাষ করছেন বলে জানান।
সেলিম হোসাইন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে আরো জানান, ২০১৫ সালে ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এল এলবি অনার্স শেষ করেন তিনি। পাবনা জজ কোর্টে সিনিয়র উকিল এ্যাডঃ শাহাআলম এর জুনিয়র হিসেবে প্রাকটিস করছেন। বাবা একজন কৃষক। এ বছর চাটমোহর- পাবনা সড়কের পাশে শিমুলতলা এলাকায় পৈত্রিক প্রায় ৩ বিঘা জমিতে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। গত অক্টোবর মাসে তিনি মিষ্টি কুমড়ার (ব্রাক সীড) বীজ বপন করেন। ৪৭৫ টি বেড করেছেন তিনি; যেখানে প্রায় ১৩ শতাধিক গাছ হয়েছে। আগামি দুই তিন সপ্তাহের মধ্যে গাছ থেকে মিষ্টি কুমড়া সংগ্রহ শুরু করবেন তিনি। গাছে প্রচুর পরিমানে মিষ্টি কুমড়া ধরেছে। পোকা মাকড়ের আক্রমন থেকে সেগুলো রক্ষা করতে পরিমিত কীটনাশক ও পানি স্প্রে করেন তিনি। এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার টাকার মতো খরচ হয়েছে তার। তিনি আশা প্রকাশ করেন এ জমি থেকে খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ থাকবে তার।
এলাকার অনেক বেকার যুবকরা প্রতিদিন সেলিমের মিষ্টি কুমড়ার ক্ষেত দেখতে আসেন। কয়েকজন যুবক জানান, “সেলিম ভাই মিষ্টি কুমড়া আবাদ করে লাভবান হলে তারাও মিষ্টি কুমড়ার আবাদ করবেন”।