শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে
গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৮মি.)
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসী সবাইকে গরীব শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দরিদ্র মানুষের সহযোগীতায় সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে অসহায় মানুষগুলোর দুঃখ-কষ্ঠ লাগব হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রুপকল্প-৪১ বাস্তবায়নের লক্ষে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সমভাবে বাস্তবায়িত হচ্ছে দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, প্রযুক্তি, যোগাযোগ’সহ সকল উন্নয়ন কর্মকান্ড। যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যক্ররের মধ্য দিয়ে জাতি হচ্ছে কলঙ্ক মুক্ত।
তিনি ৬ জানুয়ারী শুক্রবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলার বাইশঘর গ্রামে নিজের ব্যক্তিগত উদ্যোগে এলাকার প্রায় ৩ শতাধিক গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন’র সভাপতিত্বে ও উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা অপু চৌধুরী’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি শামছুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী ছালিক মিয়া, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি তজম্মুল আলী, আবদুর রহমান, আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হোসেন, বাবুল মিয়া, যুবলীগ নেতা দবির মিয়া, আলমগীর হোসেন, লিটন মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা বদরুল ইসলাম মহসিন, মুহিত চৌধুরী, ছাত্রলীগ নেতা রেদুয়ানুল করিম মাছুম, হামিদ মিয়া, মিয়াদ আহমদ প্রমুখ।