শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীর শিক্ষার মানোন্নয়নে সরকারী অনুদানের চেক প্রদান
ঈশ্বরদীর শিক্ষার মানোন্নয়নে সরকারী অনুদানের চেক প্রদান
ঈশ্বরদী প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের শিক্ষার মান উন্নয়নেও সরকার পিছিয়ে নেই। ৭ জানুয়ারী শনিবার সকালে শহরের ফতেমোহাম্মদপুরের সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের শিক্ষার মান উন্নয়নেও এককালীন ২০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মকলেছুর রহমান মিন্টু সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধ্যাপক উদয় নাথ লাহিড়ীর হাতে এই অনুদানের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর কামাল আশরাফী, আলহাজ্ব শামীম খান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মিজানুর রহমান খোকন, শফিউল আলম সুজন ও শহিদুল ইসলাম ভোলা।
উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু বলেন, ফতেমোহাম্মদপুর ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে একটি স্কুলের প্রয়োজন ছিল। স্কুলের শিক্ষার উন্নয়নে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।