শনিবার ● ৭ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ উন্মুক্ত ওয়ার্ড সভা
বিশ্বনাথ উন্মুক্ত ওয়ার্ড সভা
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.)
সিলেটের বিশ্বনাথে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ‘উন্মুক্ত ওয়ার্ড সভা’ ৭ জানুয়ারী শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক।
প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, এলাকার উন্নয়নে প্রয়োজন সর্বস্থরের মানুষের সার্বিক সহযোগীতা। সততা, সচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিষদের উদ্যোগে সকল কর্মকান্ড বাস্তবায়িত হবে। ভবিষ্যৎ প্রজন্মরা যাতে মাদক-জুয়ার সাথে সম্পৃক্ত হতে না পারে সেজন্য অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বাল্যবিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সবাইকে হতে হবে সোচ্চার।
সভায় উপস্থিত জনসাধারণ নিজেদের বক্তব্যে ওয়ার্ডের উন্নয়নে বিভিন্ন দাবি সভার প্রধান অতিথির সামনে উপস্থাপন করেন। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে পর্যায়ক্রমে এসব দাবিগুলো এলাকাবাসিকে সাথে নিয়ে বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন প্রধান অতিথি।
সদর ইউপির ২নং ওয়ার্ডের মেম্বার ফজর আলী’র সভাপতিত্বে ও ইউপি সচিব বিজিত রঞ্জন সরকার’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ডের মেম্বার রফিক হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, এলাকার মুরব্বী মঞ্জুর আলী, আবদুস ছবুর। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুস ছত্তার ও স্বাগত বক্তব্য রাখেন আনসার আলী।
সভায় এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আপ্তাব আলী, আশিদ আলী, ইলিয়াস মিয়া, আবদুল মালিক, মোশাহিদ আলী, মঞ্জুর আলী, আবদুল বারী, ঈশ্বার্দ আলী, তেরাব আলী, দিলু মিয়া, মুক্তার আলী, ছমির আলী, শফিক মিয়া, আবদুর রহমান প্রমুখসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।