রবিবার ● ৮ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
লামায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
লামা প্রতিনিধি :: (২৫ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৩৩মি.) বান্দরবানের লামা উপজেলায় শীতবস্ত্র কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু মার্মার ব্যক্তিগত উদ্যোগে ৮ জানুয়ারী রবিবার সকালে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহািড় পূর্বচাম্বী এলাকার প্রায় এক হাজার গরীর, অসহায়, শীতার্ত মানুষের মাঝে এসব প্রদান করা হয়। আজিজনগর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় ডিগ্রিখোলা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে আয়োজিত প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রতিমন্ত্রীর সহ-ধর্মীনি মেহ্লাপ্রু মার্মা। আজিজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. রফিক আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী’র সহধর্মিনী কামরুন্নেছা, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনসহ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিশেষ অতিথি ছিলেন। কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি মেহ্লাপ্রু মার্মা চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন।